South 24 Parganas News : শুরু ঘুড়ি কেনা থেকে সুতোয় মাঞ্জা, আসছে মকর সংক্রান্তির পার্বন

Last Updated:

জানুয়ারির ১৪-১৫ তারিখে এই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই দিন বহু মানুষ আকাশে ঘুড়ি উড়াতে ব্যস্ত থাকেন । এমনকি বহু জায়গায় ঘুড়ির প্রতিযোগিতা হয়।

+
ঘুড়ি

ঘুড়ি আর মাঞ্জা দেওয়া সুতো

দক্ষিণ ২৪ পরগনা: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি প্রতিবছর বাঙ্গালীদের কাছে কাছে একটা আনন্দের উৎসব হয়ে আসে। জানুয়ারির ১৪-১৫ তারিখে এই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই দিন বহু মানুষ আকাশে ঘুড়ি উড়াতে ব্যস্ত থাকেন । এমনকি বহু জায়গায় ঘুড়ির প্রতিযোগিতা হয়।মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানো নিয়ে আলাদাই উদ্যম লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। কিন্তু কেন ঘুড়ি উড়ানো হয় তা কি জানেন? এই ঘুড়ি উড়ানোর নিয়মের পেছনে রয়েছে কিছু স্থানীয় বিশ্বাস, কিছু ধর্মীয় বিশ্বাস এবং আনন্দ উদযাপন।
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ভগবান রামচন্দ্র মকর সংক্রান্তির দিনেই একটি ঘুড়ি উড়িয়ে ছিলেন। আর সেই ঘুড়িটি পৌঁছেছিল ইন্দ্রলোকে। তারপর থেকেই পৃথিবীতে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। পৌষ সংক্রান্তিতে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আকাশে রঙবেরঙের ঘুড়ি উড়তে দেখা যায়। আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়, ঘুড়ি কেনা তার সুতোতে মাঞ্জা দেওয়া সবকিছুই। শুধু বাংলাই নয় সারা দেশ জুড়ে পলিত হয় মকর সংক্রান্তি। এই ঘুড়ি উৎসব বা ঘুড়ি ওড়ানো নিয়ে যে বিশ্বাসই থাকুক না কেন, এই দিনটিকে এইভাবেই উদযাপন করেন বাঙালিরা।
advertisement
advertisement
যদিও এর পেছনে একটি বৈজ্ঞানিক ‌যুক্তি রয়েছে । মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়াতে গেলে বাইরে বেরোতেই হবে। আর সারাদিন বাইরে থাকলে সূর্যের আলো মানুষের শরীর ছুঁয়ে যাবে। শীতকালে এমনিতেই সূর্যের তাপ আমাদের আরাম দেয়। আর এই তাপ স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো বলে মনে করা হয়। একই সঙ্গে ঘুড়ি ওউড়ানোর সময় কোন ব্যক্তির হাত এবং শরীর দুটোই সমান ভাবে ব্যস্ত থাকে । তাতে খানিকটা ব্যায়ামও হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ধর্মীয় বিশ্বাস বা বৈজ্ঞানিক কারণ‌ যাই হোক, এদিন আকাশে ঘুড়ির লড়াইয়ে মাতবে অনেকই আর একন তারই প্রস্তুতি তুঙ্গে।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শুরু ঘুড়ি কেনা থেকে সুতোয় মাঞ্জা, আসছে মকর সংক্রান্তির পার্বন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement