South 24 Parganas News: সঙ্কটে কপিলমুনির মন্দির, আশ্রমের সামনে নদী বাঁধে ফাটল

Last Updated:

মাটির নদী বাঁধে ফাটল ধরায় অস্তিত্ব সঙ্কটে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির, আতঙ্কে সুন্দরবনের মানুষ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: আবারও কি সুন্দরবন প্লাবিত হতে চলেছে? ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন রাজ্যের এই উপকূলীয় এলাকা। মাটির নদী বাঁধ ভাঙায় ফের আশঙ্কা তৈরি হয়েছে কপিলমুনির মন্দিরকে ঘিরে। টানা বৃষ্টি ও নিম্নচাপের জেরে সমুদ্রে জলস্তর বাড়ায় এমন বিপর্যয় ঘটেছে বলে অনুমান করা হচ্ছে সবমিলিয়ে সুন্দরবনের উপকূলীয় এলাকায় ফের বিপর্যয়ের আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে।
প্রচন্ড বৃষ্টি যেন যাই যাই করেও যাচ্ছে না। ঘুরে ফিরে আসছে। আর তারফলে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের তীরবর্তী এলাকার মানুষজনের মধ্যে। গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন ৫০০ মিটার মাটির নদীবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আরও জল বাড়ার সম্ভাবনা আছে। ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
এদিকে সবদিক বিবেচনা করে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সুন্দরবনের দুর্বল নদী বাঁধগুলির ওপর নজরদারি চালাচ্ছে সেচ দফতর। বড় কোন‌ও বিপর্যয় হলে দ্রুত জেলা ও কোটাল ও সমুদ্র উত্তল থাকার কারণে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির সংলগ্ন দু’নম্বর রাস্তা থেকে পাঁচ নম্বর রাস্তা পর্যন্ত প্রায় ৫০০ মিটার সমুদ্র সৈকতের মাটির নদী বাঁধ ভেঙে গিয়েছে। ওই ফাটল থেকে সমুদ্রের জল এলাকায় প্রবেশ করছে।
advertisement
এই বিপর্যয়ের সময় আবারও স্থায়ী কংক্রিটের নদী বাঁধের দাবি তীব্র হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্থায়ী কংক্রিটের বাঁধ দিলে তবেই একমাত্র কপিলমুনি মন্দিরকে বাঁচানো সম্ভব হবে। নাহলে আগামী দিনে হয়তো কপিলমুনির মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সঙ্কটে কপিলমুনির মন্দির, আশ্রমের সামনে নদী বাঁধে ফাটল
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement