South 24 Parganas News : জয়নগরে সুইমিং পুল! সাঁতার শিখতে আর যেতে হবে না দূরে

Last Updated:

 সাঁতরে ট্রেনিং নিতে ছুটে যেতে হতো হয় বারুইপুর নয় কলকাতা এবার জয়নগরে এলাকার শিশুরা ট্রেনিং নিতে পারবে সাঁতরের ,তৈরি হল সুইমিংপুল। 

+
চলছে

চলছে সুইমিং পুলে সাঁতার 

দক্ষিণ ২৪ পরগনা: এবার জয়নগরে তৈরি হল সুইমিংপুল। আর ছুটে যেতে হবে না শহরের দিকে। সাঁতরে ট্রেনিং নিতে ছুটে যেতে হতো হয় বারুইপুর নয় কলকাতা এখন জয়নগরে এলাকার শিশুরা সাঁতরের নিতে পারবে ট্রেনিং তৈরি হল সুইমিংপুল। জয়নগর থানা দত্ত বাজারে রামকৃষ্ণ সুইমিং পুলের উদ্যোগে শুরু হল সাঁতর ট্রেনিং সেন্টার। মূলত এই সুইমিং পুলে ১৫ থেকে ২০জন শিশুরা একসঙ্গে সাঁতারশিখতে পারবে। এই সুইমিং পুলে এখন থেকে প্রতিদিনই শিশুরা কেউ সাঁতার কাটছে আবার কেউ কেউ শেখারও চেষ্টা করছে। একজন মেইনটার শিশুদের কিভাবে সাঁতর শিখবেন সে বিষয়ে নির্দেশ দিচ্ছেন। সাঁতর শিখতেতে আসা তাদের অভিভাবকরা ছেলেরা কিভাবে শিখছে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে।
সূত্রের খবর সুইমিং পুলে উপরে পুরোটাই নজর রাখা হয়েছে এবং দেখাশোনার জন্য নিয়মিত দুজনকে রাখা হয়েছে। এই সুইমিং পুলটি প্রায় ৪৫ মিটার লম্বা কুড়ি মিটার চওড়া। প্রতিদিনই সকাল এবং বিকালে যে সমস্ত প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছে তাদেরকে দু’ঘণ্টা করে সাঁতর প্রশিক্ষণ দেওয়া হয়। এই সুইমিংপুলে চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। মাসে একবার করে জল পরিবর্তন করা হয় জল চেঞ্জ করতে প্রায় ২৫ থেকে ৩০ ঘণ্টা সময় লেগে যায়। এ প্রসঙ্গে সাঁতার শিখতে আসা এক অভিভাবক তিনি বলেন এই ধরনের সুবিধার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়নগর এলাকাতে এই ধরনের একটি সুইমিং পুলের প্রয়োজন ছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয়নগর থেকে ভাল একটি সাঁতর দল গড়ে উঠুক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : জয়নগরে সুইমিং পুল! সাঁতার শিখতে আর যেতে হবে না দূরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement