South 24 Parganas News: নদীপারের মেয়েদের সত্যিকারের বন্ধু হতে উদ্যোগ, জলজ আর্যারা যা করছেন ভাবতে পারবেন না!

Last Updated:

নদী এবং তৎসংলগ্ন এলাকার মানুষজনের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হল জলজ। যেখানে কাজ করেন অধিকাংশ মহিলা। মূলত নদীতীরবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে বলে খবর। 

+
নদীপারের

নদীপারের মেয়েদের সত্যিকারের বন্ধু হতে উদ্যোগ, জলজ আর্যারা যা করছেন ভাবতে পারবেন না!

ডায়মন্ডহারবার: নদী এবং তৎসংলগ্ন এলাকার মানুষজনের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হল জলজ আর্যা। যেখানে কাজ করেন অধিকাংশ মহিলা।
মূলত নদী তীরবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে বলে খবর।জলজ আর্যারা কিভাবে কাজ করে, মূলত মহিলাদের নিয়ে বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র তৈরি করে তারা। এছাড়াও তারা তৈরি করেন পুন:ব‍্যবহারযোগ‍্য স‍্যানিটারি ন‍্যাপকিন। যেগুলি ২ বছর পর্যন্ত ব‍্যবহার করা যাবে।
advertisement
এছাড়াও কাপড়ের ব‍্যাগ, জামা-সহ অন‍্যান‍্য জিনিসপত্রও তৈরি করেন তাঁরা। জামকাপড়ে তাঁরা হাতে তৈরি বিভিন্ন নকশা ব‍্যবহার করেন। যেগুলি সহজে নষ্ট হবে না বলে তাঁরা জানিয়েছেন। এই জলজ আর্যরা বিভিন্ন জায়গায় স্টল দিয়ে তাদের উৎপাদিত জিনিসপত্রের প্রদর্শন করছেন।
advertisement
ডায়মন্ডহারবারের মশাটে এই জলজ আর্যার কাজের জন‍্য ট্রেনিং সেন্টার করা হয়েছে। সেখানে থাকা এক মহিলা সুপর্ণা কয়াল জানিয়েছেন, ট্রেনিং পাওয়ার পর অনেক মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে তাঁরা নিজেরাই স্বনির্ভর হতে পারছেন।
মূলত নদী তীরবর্তী এলাকার মানুষজনের জন‍্য এই কাজ করা হচ্ছে। আগামী দিনে এই কাজ আরও প্রসার লাভ করবে বলে জানিয়েছেন তাঁরা। আপাতত তাঁরা স‍্যানিটারি ন‍্যাপকিন, জাঙ্ক জুয়েলারি, শাড়ি, ব‍্যাগের মতো জিনিসপত্র তৈরি করছেন বলে তিনি জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নদীপারের মেয়েদের সত্যিকারের বন্ধু হতে উদ্যোগ, জলজ আর্যারা যা করছেন ভাবতে পারবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement