International yoga day: ‌যোগ নিয়ে সচেতন হচ্ছে মানুষ, আন্তর্জাতিক যোগদিবস পালনে মাতল সুন্দরবন

Last Updated:

২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। দেশজুড়ে এই দিনটি মহাসমারোহে পালিত হচ্ছে। পিছিয়ে নেই সুন্দরবনের বিভিন্ন এলাকাও।

+
title=

কাকদ্বীপ: ২১ শে জুন বিশ্ব যোগ দিবস। দেশজুড়ে এই দিনটি মহাসমারোহে পালিত হচ্ছে। পিছিয়ে নেই সুন্দরবনের বিভিন্ন এলাকাও। কাকদ্বীপ, পাথরপ্রতিমা রায়দিঘি সহ একাধিক জায়গায় এই দিনটি পালিত হয়েছে। কাকদ্বীপে মূল অনুষ্ঠানের আয়োজন করে কাকদ্বীপ যোগ ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস আ্যসোসিয়েশান। এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও রায়দিঘি কলেজ প্রাঙ্গণে অপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দুটি অনুষ্ঠান থেকেই শরীর ও মনের জন্য যোগব্যায়াম কতটা উপকারী তা সকলকে জানান উদ্যোক্তরা‌। যোগের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক গভীর। ‘যোগ সারায় রোগ’ এই প্রবাদটিও প্রচলিত আছে বিভিন্ন এলাকায়।আমাদের দেশের মুনি ঋষিগণ নিয়মিত যোগব্যায়াম করতেন এবং সুস্থ ভাবে দীর্ঘ জীবনযাপন করতেন।
advertisement
advertisement
যোগব্যায়াম আমাদের মন এবং শরীরের সঙ্গে আমাদের দেহেকেও সুস্থ রাখে। আজকের ব্যস্ত জীবনে, শরীর সুস্থ ও শক্তিশালী রাখতে যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের গুরুত্ব কেবল আমদের দেশই নয়, গোটা বিশ্বজুড়ে আজ স্বীকৃত।
এ নিয়ে যোগ ইনস্ট্রাকটর কমলকৃষ্ণ খাঁড়া জানিয়েছেন, আগের থেকে মানুষজন এই যোগব্যায়াম নিয়ে বেশি পরিমাণে আগ্রহ দেখাচ্ছেন। ফলে দিনের পর দিন যোগব্যায়াম শিখতে বেশি পরিমাণে মানুষজন আসছেন এবং উপকৃত হচ্ছেন।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
International yoga day: ‌যোগ নিয়ে সচেতন হচ্ছে মানুষ, আন্তর্জাতিক যোগদিবস পালনে মাতল সুন্দরবন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement