South 24 Parganas News: উপকূলীয় এলাকার মোকার ক্ষতির পরিমাণ নির্ণয়ে খোলা হল কন্ট্রোল রুম
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
ঘূর্ণিঝড় মোকার অভিমুখ আপাতত মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে। কিন্তু এই ঝড়ের প্রভাবে নদী ও সমুদ্র উত্তাল হবে। সেক্ষেত্রে ক্ষতি হতে পারে উপকূলীয় এলাকায়। আর সেজন্য, উপকূলীয় এলাকার মোকার ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাকদ্বীপে খোলা হল কন্ট্রোল রুম।
কাকদ্বীপ: ঘূর্ণিঝড় মোকার অভিমুখ আপাতত মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে। কিন্তু এই ঝড়ের প্রভাবে নদী ও সমুদ্র উত্তাল হবে। সেক্ষেত্রে ক্ষতি হতে পারে উপকূলীয় এলাকায়। আর সেজন্য, উপকূলীয় এলাকার মোকার ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাকদ্বীপে খোলা হল কন্ট্রোল রুম।
এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। কন্ট্রোল রুম থেকে সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ বিডিও অফিসে যোগাযোগ রাখা হবে। দেখা হবে জলের স্তর বাড়ছে কিনা। সেই সঙ্গে উপকূলীয় এলাকার মানুষজনের সরিয়ে আনার প্রয়োজন হলে এই কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হবে। এ নিয়ে ডিএমডিসি রাজীব দাশগুপ্ত জানান, কাকদ্বীপ মহাকুমা শাসকের দফতরে জেলা প্রশাসনের নির্দেশে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News: বনবিবির মন্দিরে মানত পূরণ! বেঁচে ফিরলেই জঙ্গলে মোরগ ছাড়েন মধু সংগ্রহকারীরা
আপাতত ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ রাখা হচ্ছে। সেই সঙ্গে ফ্লাড শেল্টার গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
ঝড়ের প্রভাব সরাসরি না পড়লেও, উপকূলীয় এলাকায় জলের স্তর বেড়ে সমস্যা হতে পারে। সেজন্য নদীবাঁধগুলির শক্তিবৃদ্ধি করা হচ্ছে। ঝড় স্থলভাগে না পৌঁছানো পর্যন্ত এই কন্ট্রোল রুম চালু থাকবে।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: উপকূলীয় এলাকার মোকার ক্ষতির পরিমাণ নির্ণয়ে খোলা হল কন্ট্রোল রুম