Hilsa: 'খোকা' ইলিশ দেদার বিকোচ্ছে বাজারে বাজারে! ওজন কত? শুনলে আঁতকে উঠবেন!

Last Updated:

Hilsa: খোকা ইলিশ ধরা বন্ধ করতে ফিশিং হারবার গুলিতে চলছে মাইক প্রচার। এবছর মরসুমের শুরুতেই বেআইনি ‘‌খোকা’‌ ইলিশে ছেয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের বাজার ও মাছের আড়তে দেদার বিকোচ্ছে ছোট ইলিশ।

+
Hilsa

Hilsa Fish

কাকদ্বীপ: খোকা ইলিশ ধরা বন্ধ করতে ফিশিং হারবার গুলিতে চলছে মাইক প্রচার। এবছর মরশুমের শুরুতেই বেআইনি ‘‌খোকা’‌ ইলিশে ছেয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের বাজার ও মাছের আড়তে দেদার বিকোচ্ছে ছোট ইলিশ।
এক একটি ইলিশের ওজন মাত্র পঞ্চাশ গ্রামেরও কম।
এই ছবি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে মাছের আড়ত থেকে কাকদ্বীপের বাজারেও। সরকারি নিয়ম মতে পাঁচশ গ্রামের কম ওজনের ইলিশ ধরা ও বিক্রি করা আইনত অপরাধ। মৎস্য দফতরের পক্ষ থেকে বছরভর প্রচারও করা হয়। কিন্তু বছরের পর বছর সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে চলছে ছোট ইলিশ ধরা।
advertisement
advertisement
একশ্রেণীর ট্রলার মালিক প্রকাশ্যে এই বেআইনি কাজ করে চলেছে বলেও অভিযোগ। ইতিমধ্যে এবারের ছোট ইলিশ বাজার ছেয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে মৎস্য দফতর। কাকদ্বীপ, নামখানা মৎস্য বন্দরে চলছে মাইক প্রচার। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে শুরু হয়েছে এই প্রচার।
advertisement
সামুদ্রিক মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্ব বিজন মাইতি, সতীনাথ পাত্র মৎস্যজীবীদের ছোট ইলিশ না ধরার আবেদন করেছেন। জেলার সহ-মৎস্য অধিকর্তা (‌সামুদ্রিক)‌ পিয়াল সর্দারও ছোট ইলিশ ধরার কথাটা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা প্রচার করছি। পুলিশকে সঙ্গে নিয়ে আমরা তল্লাশি চালাব। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Hilsa: 'খোকা' ইলিশ দেদার বিকোচ্ছে বাজারে বাজারে! ওজন কত? শুনলে আঁতকে উঠবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement