Higher Secondary Exam 2023 : উচ্চ মাধ্যমিকে টুকলির প্রতিবাদ, শিক্ষক-পড়ুয়াদের বচসায় রণক্ষেত্র ভাঙর স্কুল
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পরীক্ষায় টুকলি করার প্রতিবাদ করায় বচসা বাঁধে শিক্ষক-পড়ুয়াদের মধ্যে
ভাঙর : ভাঙরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে টুকলি করা নিয়ে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বচসা ও ধস্তাধস্তির অভিযোগ। তুলকালাম স্কুল চত্বরে। ভাঙর স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের সঙ্গে শিক্ষকদের বচসা বাঁধে। টুকলিতে বাঁধা দেওয়া নিয়েই বচসার অভিযোগ। ভাঙড় স্কুলের ছাত্রদের সঙ্গে অন্য স্কুলের পরীক্ষার্থীদের মারামারি শুরু হয়। ঘটনাস্থলে এসে আহত হন ভাঙড় থানার পুলিশ।
ভাঙরের কাঠালিয়া স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল ভাঙর স্কুলে। সেখানেই পরীক্ষার্থীদের টুকলি করার অভিযোগ ওঠে। এই নিয়েই বচসা, মারামারি। ঘটনায় শিক্ষক ও পুলিশ আহত হন। রণক্ষেত্র হয়ে ওঠে স্কুল চত্বর। এক পড়ুয়ার অভিযোগ, '' রীক্ষা শুরু হওয়ার সঙ্গেসঙ্গেই শিক্ষকরা আমাদের ভয় দেখাতে শুরু করে। হুমকি দেয় খাতা কেড়ে নেবার।পরীক্ষা দিতে সমস্যা হয়। আমাদের একটাই প্রশ্ন, আমরা অন্যায় করিনি।''
advertisement
সুমন সাহা
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Higher Secondary Exam 2023 : উচ্চ মাধ্যমিকে টুকলির প্রতিবাদ, শিক্ষক-পড়ুয়াদের বচসায় রণক্ষেত্র ভাঙর স্কুল