South 24Parganas News: রেডিও তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে হ্যাম রেডিও, জানেন এটি কী?

Last Updated:

অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিও স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সাগরদ্বীপ সম্পর্কে বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছে হ্যাম রেডিও।

+
রেডিও

রেডিও তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন গুলির সঙ্গে যোগাযোগ 

গঙ্গাসাগর: আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হল গঙ্গাসাগর মেলা ২০২৩-র। অপেক্ষা আর‌ও একটা বছরের। এ বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। পুণ্যার্থীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬১ লক্ষের কাছাকাছি।
পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি তিথিতে মোক্ষ লাভের আশায় সাগর সঙ্গমে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। গঙ্গাসাগরে ১ নম্বর ঘাটের কিছুটা দূরে গেলে দেখা পাওয়া যাবে নীল টি-শার্ট পরে কয়েকজন মানুষ ছোট্ট একটি তাঁবু তৈরি করে। ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলছে। প্রথমে আপনার ভাষা গুলি শুনে মনে হবে এই মানুষগুলো হয়তো ভিন্নগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।কিন্তু তা নয় এরা হল "হ্যাম রেডিও"।
advertisement
আরও পড়ুন: 'আমরা আর কোনও রাস্তা পাইনি', মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী!
অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন গুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সাগরদ্বীপ সম্পর্কে ও গঙ্গাসাগর মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছে। বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরা ছুটে চলেছে। রেডিও তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে হ্যাম রেডিও। এক নম্বর বিচের কাছে একটি জায়গায় তারা তাঁবু ফেলেছে। রেডিও তরঙ্গের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সাগরদ্বীপ ও মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: রেডিও তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে হ্যাম রেডিও, জানেন এটি কী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement