South 24 Parganas News: বারুইপুরের পেয়ারা এবার জিআই তকমা পেতে চলেছে!
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
বারুইপুরের পেয়ারার স্বাদ-গন্ধ এক কথায় অতুলনীয় পুষ্টিগুণে ভরপুর বারুইপুরের পেয়ারা।
বারুইপুরে: ফলের নামেই পরিচয় এই এলাকার। আদিগঙ্গার বুকের এই এলাকার মাটি খুবই উর্বর। বারুইপুরের আনাচে-কানাচে ঘুরলেই সে ছবি হবে স্পষ্ট। আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ মিলবে এই তল্লাটে।
তবে সবার সেরা পেয়ারা। বারুইপুরের পেয়ারার স্বাদ-গন্ধ এক কথায় অতুলনীয় পুষ্টিগুণে ভরপুর বারুইপুরের পেয়ারা। আর তাই পেয়ারা এবার জিআই তকমা পেতে চলেছে। আজও বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির জায়গায় খ্যাতি অর্জন করেছে।
advertisement
শুধু বারুইপুর নয় এই বারুইপুর এলাকাকে কেন্দ্র করে বারুপুরের আশেপাশে পিয়ারা চাষ হচ্ছে।আর এই পেয়ারা চাষ করে বারুইপুরের বহু মানুষ অর্থ উপার্জনে দিশা দেখছে। বারুইপুরের পেয়ারার জিআই ট্যাগের জন্য ইতিমধ্যে আবেদন করেছে রাজ্য। তবে এখনও তা না মেলায় এবিষয় প্রশ্ন ওঠে বিধানসভায়।
advertisement
এই তকমা বা ছাপ যাতে দ্রুত পাওয়া যায়, সে বিষয় পদক্ষেপ নেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই বিষয়ে প্রশ্ন করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার।
তাঁর প্রশ্ন, বারুইপুরের পেয়ারা, লিচু, জামরুল-সহ ফল ও পরিবেশবান্ধব সবুজ আতশবাজির জিআই ট্যাগ পাওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে? উত্তরে মন্ত্রী পেয়ারার ক্ষেত্রে আবেদনের নম্বর তুলে ধরেন। তবে বাকিগুলির জন্য তাঁর দফতরে কোনও আবেদন জমা পড়েনি বলে জানিয়েছেন। কিন্তু বিভাস সর্দার মন্ত্রীকে অতিরিক্ত প্রশ্নের মাধ্যমে মনে করিয়ে দেন যে, তিনি নিজে আবেদন জমা করেছেন। এখন অপেক্ষা কবে মেলে জিআই ট্যাগ বারুইপুরের এই মধু ফলের।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 10:39 PM IST