South 24Parganas News: সোনার ফসলে মাঠ ভরলেও দাম নেই শীতের সব্জির! মাথায় হাত কৃষকের

Last Updated:

শীতের মরশুমে মাঠ ভরেছে সোনার ফসলে। কিন্তু তবুও মুখের হাসি ম্লান হয়েছে কৃষকদের। তাদের দাবী, ফলন ভালো হলেও দাম নেই সবজির। ফলে মাথায় হাত তাদের। চাহিদার তুলনায় ফলনের পরিমান বেড়ে যাওয়ায় এই জটিল পরিস্থিতি তৈরী হয়েছে দাবি কৃষকদের। শীতের মরশুমে আশায় ছাই।

+
প্রতীকী

প্রতীকী ছবি ৷

#দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরশুমে মাঠ ভরেছে সোনার ফসলে। কিন্তু তবুও মুখের হাসি ম্লান হয়েছে কৃষকদের। তাদের দাবী, ফলন ভালো হলেও দাম নেই সবজির। ফলে মাথায় হাত তাদের। চাহিদার তুলনায় ফলনের পরিমান বেড়ে যাওয়ায় এই জটিল পরিস্থিতি তৈরী হয়েছে দাবি কৃষকদের। শীতের মরশুমে আশায় ছাই। সবজি নিয়ে হতাশায় চাষীরা। মাঠে মাঠে সোনার ফসল ফললেও বাজারদর নিয়ে তৈরী হয়েছে দুশ্চিন্তা। শীত মানেই হরেকরকম সবজি।
ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে সিম, লাউ, মিস্টিকুমড়া, বরবটি, পেঁয়াজকলি আরও কত কি। বাজার ছেয়ে যায় টাটকা সবজিতে। দামও থাকে সাধ্যের মধ্যে। ফলে মন ভরে বাজার করেন ক্রেতারা। অন্যদিকে সকাল সকাল চাষীরাও সবজি নিয়ে বাজারে ঢুকতেই হুড়োহুড়ি পরে যায়।
কিন্তু এবারে চিত্রটা একেবারেই আলাদা। শুরু থেকেই এবছরে অনূকুল পরিবেশ দেখে আশায় বুক বাঁধছিলেন চাষীরা। ফলনও রেকর্ড ছাপিয়ে যায়। আর বাঁধ সাধে সেখানেই। বাজারে চাহিদার তুলনায় ফলনের পরিমান বেড়ে যাওয়ায় দাম পরে যায়। ফলে মাথায় হাত চাষীদের। লভ্যাংশ তো দুরস্ত, সবজি ফলাতে যে পরিমান খরচ হয়েছে সেই খরচই উঠবে কিনা তা নিয়ে সন্দীহান সবজি চাষীরা। এবছরে কৃষি দফতর থেকে চাষীদের বিভিন্নভাবে পরমর্শ প্রদান করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Business News: বীজ, সার মিলছে না? পাচ্ছেন না বিমার সুবিধা? ঘরে বসেই অভিযোগ জানাতে পারবেন কৃষকরা!
যার জেরে মাত্রাতিরিক্ত ফলন হয়েছে। ফলন বেশী হওয়ায় পাইকারি দাম কমেছে।তবে অন্যদিকে চাষীদের থেকে ফোড়ে ও আড়ৎদারদের হাতবদল হয়ে সবজি আসছে বাজারে। ফলে চাষীরা দাম না পেলেও বাজারে খুচরো বিক্রেতাদের আয় স্বাভাবিক রয়েছে। তাই কৃষকরা যদি সরাসরি খুচরো বাজারে সবজি নিয়ে বসেন তবে সেক্ষেত্রে কিছুটা লাভবান হবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: সোনার ফসলে মাঠ ভরলেও দাম নেই শীতের সব্জির! মাথায় হাত কৃষকের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement