South 24 Parganas News- ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ বাজি গ্রামে

Last Updated:

খুদে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার অভ্যাস ফেরাতে বাজি গ্রামে চলছে বারান্দা স্কুল

চলছে বারান্দা স্কুল
চলছে বারান্দা স্কুল
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগণা: নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কুল খুলে গেলেও, এখনও কোন নির্দেশ মেলেনি নিচু ক্লাস খোলার (South 24 Parganas News)। গত দুবছর ধরে করোনা সময়কালে স্কুল বন্ধ থাকায় লেখাপড়া প্রায় ভুলতেই বসেছিল খুদে পড়ুয়ারা ৷ আর তাদের সেই অভ্যাসকে ফিরিয়ে আনতে এবার অভিনব উদ্যোগ নিল স্কুলের শিক্ষিকারা৷ এখন স্কুল চলে এসেছে পড়ুয়াদের বাড়ির বারান্দায়৷ স্কুলের শিক্ষিকারা নিয়মিত পড়ুয়াদের বাড়িতে গিয়ে, খুদেদের পড়িয়ে আসছেন। নয় টি জায়গায় পাঁচ জন করে ছাত্র-ছাত্রীদের নিয়ে মোট ৪৫ জন কে এই পড়ানোর পাঠ দিচ্ছেন তাঁরা৷ আর এভাবেই শুরু হয়েছে 'বারান্দা স্কুল'।
বারুইপুরের হারালের বাজি গ্রামে কচিকাঁচা পড়ুয়াদের এভাবেই অভিনব শিক্ষাদান শুরু করেছে 'সৃজন'। হরিনাভির সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় চলছে বারান্দা স্কুল (South 24 Parganas News)৷ বাজি গ্রামেই রয়েছে ওই সংস্থার পরিচালিত একটি বিনা পয়সার স্কুলও। সেই স্কুলেই পঠন-পাঠন চলত শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের৷ লকডাউন পরবর্তী সময়, সেই সব পড়ুয়াদের নিয়েই বারান্দা স্কুল শুরু করেছেন স্কুলের শিক্ষিকারা। চম্পাহাটির হারাল গ্রাম বাজির জন্য বিখ্যাত। এই গ্রামের ঘরে ঘরে তৈরি হয় বাজি। আর সেই বাজি তৈরিতেই সামিল হয় ছোট থেকে বড় সকলেই। ফলে এই এলাকায় ছোটদের লেখাপড়ার আগ্রহ অনেকটাই কম। তবুও স্কুল তৈরি হওয়ার পর অনেকেই তাঁদের শিশুদের স্কুলমুখী করতে আগ্রহী হয়েছিলেন। বর্তমানে, করোনা পরিস্থিতিতে পড়াশোনার সেই অভ্যাস অনেকটাই চলে গিয়েছে শিশুদের। আনলক পর্বে, ওই অবৈতনিক স্কুলের তরফ থেকে একটি অভিভাবক সভা ডাকা হয়৷ সেখানেই ঠিক করা হয় ক্ষুদে পড়ুয়াদের বাড়ির বারান্দায় গিয়ে, শিক্ষিকারা করোনা বিধি মেনে পড়াশোনা করাবেন। আর এখন সেই মতই চলছে ক্লাস।
advertisement
বিদ্যালয়ের শিক্ষিকা সুমিত্রা ভট্টাচার্য জানান, "করোনা পরিস্থিতিতে শিশুদের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। কবে স্কুল খুলবে তা কারুর জানা নেই । তাই অভিভাবকদের সম্মতি নিয়ে ছোট ছোট পড়ুয়াদের বাড়ির বারান্দায় বসে পড়ানোর কাজ চলছে৷ আমাদের স্কুলের প্রতিটি শিক্ষিকা প্রতিদিন তিনটি করে জায়গায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন। ফলে শিশুরা আবার পড়ার মধ্যে ফিরে আসছে"।  হরিনাভি সৃজন সংস্থার প্রধান রূপক চৌধুরী জানান, "গত প্রায় দু বছর ধরে শিশুদের পড়াশোনা বন্ধ৷ বেল পাহাড়ির দুই যুবকের কাজের অনুকরণে, এই অভিনব শিক্ষা পদ্ধতি এখানেও শুরু করেছি আমরা। আর এর ফলে, শিশুরা আবার পড়াশোনার মধ্যে ফিরে আসছে"। (South 24 Parganas News)শিশুদের স্কুলের প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি পড়াশোনার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বুদ্ধিজীবী মহলও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News- ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ বাজি গ্রামে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement