South 24 Parganas News : বছরের প্রথম দিনে বিনামূল্যে ঘুরে আসুন রায়দিঘীর ইকো ট‍্যুরিজম পার্ক

Last Updated:

এই পার্কটি নতুন তৈরি হওয়ায় এই পার্কের প্রবেশমূল‍্য নির্ধারণ করা হয়নি। ফলে আপনি এখন কোনোরকম প্রবেশমূল‍্য ছাড়াই ঘুরে আসতে পারেন এখানে। 

+
title=

#রায়দিঘী : বছরের প্রথম দিনে বিণামূল‍্যে ঘুরে আসুন রায়দিঘীর ইকো ট‍্যুরিজম পার্কে। এই ইকো ট‍্যুরিজম পার্কটি নতুন তৈরি হওয়ায় এখনও পর্যন্ত এই পার্কের প্রবেশমূল‍্য নির্ধারণ করা হয়নি। ফলে এখন আপনি অবাধে কোনোরকম প্রবেশমূল‍্য ছাড়াই ঘুরে আসতে পারেন।একেবারে নতুন তৈরি হওয়া এই ইকো ট‍্যুরিজম পার্কটি বর্তমানে পর্যটকদের নতুন গন্তব্যস্থল হয়ে উঠেছে। প্রতিদিন এই পার্কে প্রায় পাঁচশত পর্যটক আসছেন। এই পার্কে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস বা অটোতে চেপে সোজা রায়দিঘীতে।
মূলত এই পার্কটি গড়ে উঠেছে রায়দিঘীর প্রাচীন দিঘীকে কেন্দ্র করে। শতাব্দী প্রাচীন এই দিঘীর নামেই এলাকার নাম।
advertisement
সেই দিঘীকেই নতুন করে পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগ নিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘীটি। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল এই দিঘীটি। বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ‍্যের পর্যটন বিভাগ সহ একাধিক দপ্তরের উদ‍্যোগে এই দিঘীর সংস্কারের কাজ করা হয়।
advertisement
বর্তমানে আমূল বদলে ফেলা হয়েছে দিঘীটিকে। বর্তমানে দিঘীর চারিদিকে সুসজ্জিত ফুলের গাছ লাগানো হয়েছে। পর্যটকদের থাকার জন‍্য তৈরী করা হচ্ছে কটেজ।এই দিঘীর মধ‍্যে সুন্দরবনের ঐতিহ‍্যবাহী গাছ সুন্দরী, গরাণ, গেওয়া সহ একাধিক ম‍্যানগ্রোভ গাছের ছোট চারা বসানো হয়েছে। ফলছ পর্যটকরা এখন থেকেই আসতে শুরু করেছেন এই দিঘীতে। আর সেজন‍্য পর্যটন শিল্প নিয়ে আশায় বুক বাধছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বছরের প্রথম দিনে বিনামূল্যে ঘুরে আসুন রায়দিঘীর ইকো ট‍্যুরিজম পার্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement