Gangasagar Mela 2023| Accident|| গঙ্গাসাগরে পুণ্যস্নানে যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, আহত ৫ পুণ্যার্থী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Gangasagar Mela 2023, Car Accident: গঙ্গাসাগরের পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনার কবলে আহত ৫ পুণ্যার্থী। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী।
#গঙ্গাসাগর: গঙ্গাসাগরের পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনার কবলে। আহত ৫ পুণ্যার্থী। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে, গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী। বুধবার দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের কৃষ্ণনগর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী বোঝাই একটি ম্যাজিক ভ্যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুবেড়িয়া থেকে একটি ম্যাজিক ভ্যান পুণ্যার্থী বোঝাই করে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে একটি অ্যাম্বুল্যান্স সজোরে এসে পুণ্যার্থী বোঝাই ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ম্যাজিক ভ্যানে থাকা বেশ কয়েকজন পূণ্যার্থী।
আরও পড়ুনঃ কোচবিহারের 'এই' পঞ্চায়েত যেন রূপকথার ঠিকানা! স্থানীয়রা প্রশংসায় পঞ্চমুখ, জানুন কারণ
স্থানীয় বাসিন্দারা আহত পূণ্যার্থীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মন্ত্রী বলেন, মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি। ইতিমধ্যেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে গিয়েছে। বর্তমানে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক ও ম্যাজিক গাড়ি চালক। ইতিমধ্যেই দুজনকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 6:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela 2023| Accident|| গঙ্গাসাগরে পুণ্যস্নানে যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, আহত ৫ পুণ্যার্থী