South 24Parganas News: এবার পুজোয় নিরাপত্তায় বারুইপুর পুলিশের বিশেষ উদ্যোগ, ব্যবহার করা হবে QR কোড

Last Updated:

আসন্ন শারদ উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রাখতে এক নিমিষে যাতে চিনে নিতে পারে, তার জন্য আলাদা আলাদা ভাবে QR  কোর্ড বানানো হয়েছে

+
নিজস্ব

নিজস্ব ছবি ৷

#বারুইপুর: বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা। হাতে গোনা দু-একদিন বাকি তার আগে বারাইপুর পুলিশ জেলার উদ্যোগে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হয়ে গেল সোনারপুর জয় হিন্দ অডিটোরিয়াম। এ বছর দুর্গা দুর্গা পুজো জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বারইপুর পুলিশ জেলা। যাতে এক নিমিষে সবকিছু হাতের মুঠোর মধ্যে থাকে সেই জন্য আলাদা আলাদা করে পূজো মণ্ডপ চেনার জন্য ' কিউআর 'কোড ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি মহিলা দ্বারা পরিচালিত পুজোর সময় ইভটিজিং রুখতে রাস্তায় থাকবে উইনার্স টিম। বাজার এলাকা ও বড় বড় পুজো প্যান্ডেলগুলি তারা নিয়মিত নজরদারি চালাবেন। বারুইপুর পুলিশ জেলা জুড়ে ১৬৮২টি বারোয়ারী পুজো হয়৷ প্রতিটি পুজো যাতে মানুষ সহজেই চিনে নিতে পারে তার জন্য আলাদা আলাদা QR কোড বানানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রাখতে আসন্ন শারদ উৎসব উপলক্ষে বারুইপুর পুলিশ জেলা জুড়ে ৪৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে। আজ থেকেই মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ। সচেতনার প্রচার চালানো হবে। বাচ্ছাদের জন্য আইকার্ড তৈরি করা হয়েছে। বয়স্ক ও বাচ্ছাদের পুজো ঘুরিয়ে দেখানো হবে বলেও জানান পুলিশ সুপার। বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে পুজোর গাইড ম্যাপের উদ্ধোধন হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Shani Margi 2022: ধনতেরাসে গ্রহরাজ শনিদেবের চালের পরিবর্তন! তাঁরই আশীর্বাদে বদলাতে চলেছে পাঁচ রাশির ভাগ্য উল্কার গতিতে বদলাতে চলেছে
সোনারপুরের মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও বারুইপুর পুর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার।তবে এ ব্যাপারে বারইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুস্পা তিনি আমাদেরকে জানান এলাকার এভারনেসের জন্য দুটো ট্যাবলো গাড়ি বারইপুর পুলিশ জেলা এলাকায় ঘোরাঘুরি করবে।
advertisement
আরও পড়ুন: Siliguri News: পর্যটকদের আকর্ষণ বাড়াতে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে নতুন সায়েন্স গ্যালারি
পাশাপাশি বিশেষ করে আমরা একটি পুজো পরিক্রমা ব্যবস্থা করা হয়েছে যেটা ছোট বাচ্চা যারা হোমে থাকে এবং বৃদ্ধ মানুষদের জন্য যারা ওল্ডডেজ হোমে থাকে তাদেরকে নিয়ে সপ্তমীর দিন ঠাকুর দেখানো হবে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: এবার পুজোয় নিরাপত্তায় বারুইপুর পুলিশের বিশেষ উদ্যোগ, ব্যবহার করা হবে QR কোড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement