South 24 Parganas News: প্রবল দুর্যোগে মাঝ সমুদ্রে বাঁচিয়েছেন একদল মৎস্যজীবীকে! সাহসিকতার পুরষ্কার পেলেন রাম
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিজের জীবনকে বাজি রেখে গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন একাধিক মৎস্যজীবীকে। এবার তার সেই সাহসিকতাকে সম্মান জানাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। অসীম সাহসী ওই মৎস্যজীবীর নাম রাম দাস।
#কাকদ্বীপ : প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিজের জীবনকে বাজি রেখে গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন একাধিক মৎস্যজীবীকে। এবার তার সেই সাহসিকতাকে সম্মান জানাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। অসীম সাহসী ওই মৎস্যজীবীর নাম রাম দাস। গত অগাস্ট মাসে প্রাকৃতিক বিপর্যয়ের সময় একাধিক বাংলাদেশী ট্রলার ডুবে গিয়েছিল মাঝসমুদ্রে। তাদের উদ্ধার করতে মাঝসমুদ্রে পারি দিয়েছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। তাদের সঙ্গে ভারতীয় মৎস্যজীবীরাও এই কাজে হাত লাগিয়েছিল। এই কাজে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কাকদ্বীপের রাম দাস।
তিনি এফবি কৃষ্ণ নারায়ণ নামের এক ট্রলার নিয়ে একাই উদ্ধার করেছিলেন ১৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে। সেজন্য ন্যাশানাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ বোর্ডের মিটিং এ তার নাম প্রস্তাবিত হয় সাহসিকতার পুরষ্কার দেওয়ার জন্য। এরপরই গুজরাটের ট্রেন্ট সিটি-২ তে উপকূল রক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। এই পুরষ্কার গ্রহণ করেন মৎস্যজীবীদের প্রতিনিধি সতীনাথ পাত্র। কাকদ্বীপের মৎস্যজীবীদের মধ্য থেকে এমন পুরষ্কার পাওয়ায় খুশি সকলেই।
advertisement
আরও পড়ুনঃ পালিয়ে বিয়ে করতে গিয়ে নতুন সংসারের পরিবর্তে ঠিকানা হল শ্রীঘর! জানুন আসল ঘটনা
এ নিয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ২০২২ সালের অগাস্ট মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু বাংলাদেশী ট্রলার ডুবে গিয়েছিল। সেই সময় ভারতীয় মৎস্যজীবীরা ওই অসহায় বাংলাদেশী মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যেই একজন হলেন রাম দাস। সেই কারণেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে মৎস্যজীবী রাম দাসকে জাতীয় সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রথম কোন মৎস্যজীবী জাতীয় সম্মান সার্চ এন্ড রেসকিউ অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন।
advertisement
advertisement
Nawab Mallick
Location :
First Published :
November 23, 2022 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রবল দুর্যোগে মাঝ সমুদ্রে বাঁচিয়েছেন একদল মৎস্যজীবীকে! সাহসিকতার পুরষ্কার পেলেন রাম