South 24 Parganas News: জেটিঘাটের সমস্যায় জেরবার মৎস্যজীবীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
গত ২-৩ বছর ধরেই নদী ভাঙনের সমস্যায় জেরবার রায়দিঘির মৎস্যজীবীরা। এখানকার মণি নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
দক্ষিণ ২৪ পরগনা: জেটিঘাটের সমস্যায় জেরবার রায়দিঘির মৎস্যজীবীরা। ভগবতী জেটি থেকে ৫ নম্বর জেটিঘাট পর্যন্ত এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যা এতটাই গভীরে যে ক্ষুব্ধ মৎস্যজীবীরা জেটিঘাটের ভাড়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
গত ২-৩ বছর ধরেই নদী ভাঙনের সমস্যায় জেরবার রায়দিঘির মৎস্যজীবীরা। এখানকার মণি নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। তার প্রভাবে ভগবতী জেটি থেকে ৫ নম্বর জেটি পর্যন্ত রাস্তা নদীগর্ভে চলে গিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বাকি রাস্তাও নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে মৎস্যজীবীরা বাজারে মাছ নিয়ে যেতে সমস্যায় পড়ছেন।
advertisement
advertisement
এই রাস্তা দিয়েই মৎস্যজীবীরা মাছ নিয়ে বাজারের দিকে যান। অপরদিকে জেটির অবস্থাও বেহাল। কংক্রিটের জেটির দ্রুত সংস্কার না হলে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। জেটিতে আলোর সুব্যব্যস্থাও নেই। সবকিছু মিলিয়েই ক্ষোভ বেড়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি অলোক হালদার এই প্রসঙ্গে বলেন, সমস্যাটি আগের বিডিও’কে জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। নতুন বিডিও এসেছেন, তাঁকেও জানানো হবে। সমস্যার সমাধান না হলে জেটি ভাড়া বন্ধ করে দেওয়ার কথা বলেন তিনি।
advertisement
উল্লেখ্য, এই জেটি ভাড়া নেওয়া হয় জেটি ঘাটের উন্নয়নের জন্য। যদিও মৎস্যজীবীদের থেকে ভাড়া নিলেও গত কয়েক বছর ধরে জেটি ঘাটের কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মাছ ধরার মরশুম শুরুর আগে আদৌ সংস্কারের কাজ হয় কিনা সেটাই এখন দেখার।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 4:31 PM IST