South 24 Parganas News : কড়া পুলিশি নিরাপত্তায় মথুরাপুরে বাড়ি ফিরলেন ঘরছাড়ারা! তাও এলাকায় আতঙ্ক
- Published by:Teesta Barman
Last Updated:
এলাকায় এখনও উত্তেজনার পরিবেশ থাকায় পুলিশি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। পুলিশি নিরপত্তায় এলাকায় দ্রুত শান্তির পরিবেশ ফিরে আসায় খুশি সকলেই।
মথুরাপুর: কড়া পুলিশি নিরাপত্তায় মথুরাপুরে বাড়ি ফিরলেন ঘরছাড়ারা। এদিন দুপুরে তাঁদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। শান্তি বজায় রাখতে এলাকায় কড়া পুলিশি নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় রবিবার। ওই দিন জায়গা, জমি নিয়ে বিবাদের জেরে মথুরাপুরের সুবুদ্ধিপুরে খুন হন ৪২ বছরের এক ব্যক্তি। এরপর উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনার পর এলাকায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িতে। চলে লুটপাটও। মূলত এই খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল লস্কর পরিবারের দিকে। এই ঘটনার পর লস্কর পরিবারের বেশ কয়েকটি ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তারপর থেকে প্রাণভয়ে ঘরছাড়া হন তাঁরা। ঘটনার পর কেটে যায় তিন দিন। ঘরছাড়া ব্যক্তিরা ঘরে ফেরার জন্য আবেদন জানায় থানায়। এরপর মথুরাপুর থানার উদ্যোগে তাঁদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রধান করার ‘টোপ’ দিয়ে লক্ষ লক্ষ টাকা! মুর্শিদাবাদে আত্মঘাতী এক, অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব
ঘরে ফিরলেও ঘরছাড়া ব্যক্তিদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। মথুরাপুর থানার উদ্যোগে ঘরে ফিরতে পেরে তাঁরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েনছে। এলাকায় এখনও উত্তেজনার পরিবেশ থাকায় পুলিশি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। পুলিশি নিরপত্তায় এলাকায় দ্রুত শান্তির পরিবেশ ফিরে আসায় খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 12:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কড়া পুলিশি নিরাপত্তায় মথুরাপুরে বাড়ি ফিরলেন ঘরছাড়ারা! তাও এলাকায় আতঙ্ক