Durga Puja Travel 2022|| ছুটিতে ঘুরে আসুন কৈখালী, কপাল ভাল থাকলে মিলতে পারে বাঘের দেখা

Last Updated:

Durga Puja tourism trip to Kaikhali: পুজোর চার দিন ছুটিতে কোথায় যাবে ভাবছেন চলে আসুন কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টা রাস্তা ও ৮৩ কিলোমিটার দূরে কৈখালী টুরিস্ট স্পট। কপাল ভাল থাকলে মিলতে পারে বাঘের দেখাও।

+
title=

#কৈখালী: পুজোর চার দিন ছুটিতে কোথায় যাবে ভাবছেন চলে আসুন কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টা রাস্তা ও ৮৩ কিলোমিটার দূরে কৈখালী টুরিস্ট স্পট। আমরা জানি বাঙালি ঘুরতে ভালবাসে তাই সামনে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোতে আমরা জানি সাধারণত সমস্ত মানুষের এই চারদিন সব কাজ বন্ধ রেখে পুজোর আনন্দে মেতে ওঠে। তাই এই চারদিন অন্য কোথাও নষ্ট না করে কৈখালীতে আসলে এখানে এলে আপনি দেখতে পাবেন মনোরম পরিবেশ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে দেখতে আপনার মন ভরে যাবে।
কীভাবে যাবেন:
শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লোকাল বা নামখানা লোকালে ট্রেনে চেপে জয়নগর স্টেশনের নেমে সেখান থেকে বাসে করে জামতলা হয়ে কৈখালী পৌঁছতে হবে।
advertisement
আমরা জানি সাধারণত সুন্দরবনে বেড়াতে আসলে লঞ্চ ও ভুটভুটিতে রাত কাটাতে হয় আপনি চাইলে রাত কাটাতে নাও পারেন । তাহলে ভাবছেন কোথায় থাকবেন। কৈখালী তে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের একটি টুরিস্ট স্পট কৈখালীতে আছে যা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এই টুরিজম স্পট।
advertisement
কীভাবে বুক করবেন:
রাজ্য সরকারের টুরিজিম স্পট ওয়েবসাইট থেকেও বুক করা যাবে এ ছাড়া নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রমে অনলাইনে এই রুমের বুকিং করা যায়। এছাড়া লঞ্চ বা ভুটভুটি কীভাবে বুকিং করবেন আপনি কৈখালী ঘাটে আসলে।
এখানে ট্যুর অপারেটরদের আপনাকে লঞ্চ বা বোটের ভাড়া মাথাপিছু ৪০০ টাকা
advertisement
আপনি চাইলে টুর অপারেটরদের লঞ্চে করা খাওয়া দাওয়া প্যাকেজ করে দিতে পারেন। এ ছাড়া আপনি নিজে লঞ্চের ওপরে নিজেরা রান্না করার ব্যবস্থাও থাকে মূলত সুন্দরবনের বিভিন্ন মাছ কাঁকড়া ও মাংস পর্যটকদের রসনা তৃপ্তি করে।
কী কী দেখবেন:
কৈখালী থেকে বনি ক্যাম্প, ঝড়খালি, কলস দীপ, এ ছাড়া সুন্দরবনের অপরুপ শোভাতে রয়েছে।
advertisement
এ ছাড়া বিভিন্ন ধরনের পাখি, কুমির আর যদি আপনার ভাগ্যে লেগে যায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja Travel 2022|| ছুটিতে ঘুরে আসুন কৈখালী, কপাল ভাল থাকলে মিলতে পারে বাঘের দেখা
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement