South 24 Parganas News: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হতে চলেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিল

Last Updated:

South 24 Parganas News: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হতে চলেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিল। এই ঝিলের সৌন্দার্যায়নের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শুরু হল ঝিলের চারিদিকে সবুজায়নের কাজ।

+
মেডিক্যাল

মেডিক্যাল কলেজের ঝিল 

ডায়মন্ডহারবার: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হতে চলেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিল। এই ঝিলের সৌন্দার্যায়নের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শুরু হল ঝিলের চারিদিকে সবুজায়নের কাজ। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের মধ্যে একটি বড় ঝিল রয়েছে। ঝিলের দুটি অংশের মধ্যে একটি ছোট দ্বীপও রয়েছে। যা পাখিদের কাছে খুবই আকর্ষণীয়। প্রতি বছর এই ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে।
পাখিদের মেলা লেগে থাকে সবসময়। শীতের দিকে সেই সংখ্যা বাড়ে। এই বিপুল পরিমাণ পাখির জন্য গাছের প্রয়োজন। তাছাড়া মেডিক্যাল কলেজে আগত রোগীর আত্মীয় পরিজনদের কাছে এই ঝিল লাগোয়া এলাকা শান্তির জায়গা। সেইজন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই স্থানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামীদিনে এই ঝিলটিও ডায়মন্ডহারবারের অন্যতম সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হয়ে উঠবে।
advertisement
advertisement
সম্প্রতি এই ঝিলের সৌন্দার্যায়ন এবং সবুজায়নের লক্ষ্যে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই কর্মসূচি সফলভাবে পালন করার পর ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার সুপ্রিম সাহা জানান পরিবেশ রক্ষার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের এই ঝিল খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ঝিলের রক্ষনাবেক্ষণ করা খুবই জরুরি।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হতে চলেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement