South 24 Parganas Durga Puja 2022 II কোথাও ঘুরতে যেতে চান! পুজো দেখতে চলে আসুন ডায়মন্ডহারবার

Last Updated:

পুজোয় কাছে পিঠের মধ‍্যে কোথাও ঘুরতে যেতে চান। তাহলে চলে আসুন ডায়মন্ডহারবার। সমগ্র ডায়মন্ডহারবার শহর স্বাগত জানাতে তৈরি আপনার জন‍্য। এবছর পুজোর জন‍্য সমগ্র ডায়মন্ডহারবার শহর ইতিমধ্যে সেজে উঠেছে।

+
পুজোর

পুজোর সাজে রঙিন ডায়মন্ডহারবার

#ডায়মন্ডহারবার : পুজোয় কাছে পিঠের মধ‍্যে কোথাও ঘুরতে যেতে চান। তাহলে চলে আসুন ডায়মন্ডহারবার। সমগ্র ডায়মন্ডহারবার শহর স্বাগত জানাতে তৈরি আপনার জন‍্য। এবছর পুজোর জন‍্য সমগ্র ডায়মন্ডহারবার শহর ইতিমধ্যে সেজে উঠেছে। আলোর রোশনাই এ বদলে গিয়েছে ডায়মন্ডহারবারের চিত্র। গত ২ বছর করোনা পরিস্থিতিতে পুজো দেখতে কম সংখ‍্যক মানুষজন বাইরে বের হয়েছিলেন। তবে এবার কোনো বিধিনিষেধ না থাকায় সাধারণ মানুষজন আরও বেশি করে বাইরে বের হবেন বলে খবর। আর সেজন‍্য ডায়মন্ডহারবার শহরে বিকাল ৪ টের পর থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
এ বছর ডায়মন্ডহারবারে ছোটো বড় ৫৭ টি পুজো হচ্ছে। এই পুজো দেখতে সমস্ত রাত কেটে যাবে আপনার। একাধিক থিম পুজো সহ বেশ কয়েকটি বনেদিবাড়ির পুজো ঘুরে দেখতে পারেন আপনি। এছাড়াও আপনি ডায়মন্ডহারবারের ঐতিহ‍্যবাহী পুরানো কেল্লা, ডায়মন্ডহারবার হুগলি নদীর পাড় সহ একাধিক জায়গায় আপনি ঘুরে দেখতে পারেন। পুজোয় আগত পর্যটকদের স্বাগত জানাতে ডায়মন্ডহারবার শহর জুড়ে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব‍্যানার্জির ছবি সম্মিলিত পোস্টার লাগানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নামেই শাস্ত্রী বাড়ির পুজো! সামিল হন গোটা এলাকার মানুষ
পুজোয় অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হচ্ছে আ্যম্বুলেন্স সহ একাধিক জরুরি পরিষেবার গাড়ি। মোতায়েন থাকছে পুলিশ। বাইরে থেকে আগত পর্যটকদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সে দিকটি সর্বদা নজরে রাখা হবে বলে জানিয়েছে ডায়মন্ডহারবার পৌরসভা। সেজন‍্য এবারের পুজোয় আর কোথাও না গিয়ে ঘুরে আসুন ডায়মন্ডহারবার। এবারের ডায়মন্ডহারবারের পুজো নি:সন্দেহে হার মানাবে রাজ‍্যের অন‍্যান‍্য বড়ো শহরের পুজোগুলিকে। পুজোয় নিশ্চিন্তে, নিরাপদে ঘুরতে হলে এবছর অবশ‍্যই আসুন ডায়মন্ডহারবার।
advertisement
advertisement
 
 
 
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas Durga Puja 2022 II কোথাও ঘুরতে যেতে চান! পুজো দেখতে চলে আসুন ডায়মন্ডহারবার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement