South 24 Parganas News: সমাজ সচেতনতার বার্তা দিয়ে শুরু ডায়মন্ডহারবার গ্রামীণ মেলা

Last Updated:

সমাজ সচেতনতার বার্তা দিয়ে শুরু হল ডায়মন্ডহারবার গ্রামীণ মেলা। আগামী ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসছেন।

+
ডায়মন্ডহারাবার

ডায়মন্ডহারাবার গ্রামীণ মেলা

#ডায়মন্ডহারবার : সমাজ সচেতনতার বার্তা দিয়ে শুরু হল ডায়মন্ডহারবার গ্রামীণ মেলা। আগামী ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসছেন। ডায়মন্ডহারবার মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে আয়োজিত এই মেলা ২৮ বছরের পুরানো মেলা বলে খবর। এই মেলায় প্রতিবছর একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। তবে এবছর এই মেলার বিশেষ আকর্ষণ থাকছে মেলায় থাকা একাধিক স্টল। এই স্টলে সমাজ সচেতনতার বার্তা দিতে একাধিক চিত্র তুলে ধরা হয়েছে।
রয়েছে চলমান পুতুল। যেগুলি বিভিন্ন সামাজিক বার্তা বহন করছে। এই স্টলগুলির মধ্যে রয়েছে করোনা ভ্যাকসিনের স্টল। সেখানে দেখানো হয়েছে করোনা ভ্যাকসিন নেওয়া কেনো জরুরি‌। রয়েছে ডেঙ্গু সচেতনতার বার্তা। ডেঙ্গু রোধে সবসময় মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে প্লাস্টিক বর্জনের বার্তাও। সামাজিক সচেতনতায় মেলার মধ্যেই এই স্টল দেওয়ায় মেলায় অভিনবত্ব এসেছে এবছর। যা দেখতে দূর দূরান্ত থেকে সেখানে মানুষজন ভিড় করেছেন।
advertisement
advertisement
এ নিয়ে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বপ্ন দাস জানান মেলাটি প্রায় ২৮ বছরের পুরানো। মেলা দেখতে প্রচুর মানুষজন এখানে আসেন। এবছর মেলার বাড়তি পাওয়না এই স্টলগুলি। মেলায় হাজার হাজার মানুষ আসে। তারা এসে এগুলি দেখে যাতে উদ্বুদ্ধ হয় সেজন্যই এই স্টলগুলি দেওয়া হয়েছে। ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। যত দিন যাবে তত এই মেলায় লোকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সমাজ সচেতনতার বার্তা দিয়ে শুরু ডায়মন্ডহারবার গ্রামীণ মেলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement