Crime News: চোখের সামনে মায়ের চরম সর্বনাশ হতে দেখল ছেলে! ভয়ে আর্তনাদ! তারপর? ভয়াবহ

Last Updated:

Crime News: রাস্তায় কাঁদছে ছেলে! মাকে টেনে নিয়ে গেল লোকজন। তারপরেই ঘটে গেল চরম ঘটনা! ঢোলাহাটে যা ঘটল জানলে আতঙ্ক হবে

 ঢোলাহাট থানা
ঢোলাহাট থানা
ঢোলাহাট: গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের পিছনে খালের জল থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়। মৃতের নাম সাহেবা বিবি(৩২)। বাড়ি নামখানা ব্লকের পাতিবুনিয়া এলাকায়। তার দেহটি খালের জলে কাদার মধ্যে মুখ গোজা অবস্থায় পড়ে ছিল। পরদিন দুপুরে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার পর দেহটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠায় ঢোলাহাট থানার পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে এদিন দুপুরে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানান হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ১২ বছর আগে সাগর থানার খানসাবাদ এলাকার বাসিন্দা সাহেবা খাতুনের সঙ্গে নামখানা ব্লকের মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়ার বাসিন্দা নাসিরুদ্দিন শাহের বিয়ে হয়। পারিবারিক বিবাদের জেরে সাহেবা নামখানার পাতিবুনিয়াতে থাকতে শুরু করে। তাদের ১২ বছরের এক মেয়ে ও সাড়ে ৪ বছরের এক ছেলে আছে। স্বামী নাসিরুদ্দিন আবার দ্বিতীয় বিয়ে করে ভিন জেলায় চলে যায়। ঘরের কাজ করানোর পর মিস্ত্রির কাজের টাকা মেটানোর জন্য এদিন বিকালে ছেলে সেলিম শাহকে সঙ্গে সোনার গহনা বন্ধক দিতে কাকদ্বীপে আসে সাহেবা।
advertisement
আরও পড়ুন: ডিপ্রেশন কাটায়, যৌবন ধরে রাখে! পাট শাক খান নিয়ম মেনে! উপকার জানলে অবাক হবেন
advertisement
বেলুনীর এক বাসিন্দা জানান, এদিন রাত আনুমানিক পৌনে ১১ নাগাদ মোটর বাইক চালিয়ে বেলুনের দিকে যাওয়ার পথে শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের কাছে একটি বাচ্চা ছেলেকে কাঁদতে দেখি। এত রাতে বাচ্চা ছেলেকে কাঁদতে দেখে আমরা বাইক থামিয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করি কেন সে কাঁদছে। বাচ্চা ছেলেটি জানায়, তার মাকে তাদের এক আত্মীয় গলায় কাপড়ের ফাঁস দিয়ে টানতে টানতে মেরে ফেলার জন্য মাঠের মাঝে নিয়ে গিয়েছে। খবর পাঠাই ঢোলাহাট থানায়।
advertisement
আরও পড়ুন:
ঢোলাহাট থানার আইসির নির্দেশে দুই সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমরা শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের পিছনে খালপাড়ের কাছে গিয়ে দেখে ওই মহিলার দেহ খালের জলে কাদার মধ্যে মুখ গোজা অবস্থায় পড়ে আছে। এদিন দুপুরে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের কাকা শামসুল মল্লিক। তিনি জানান, গতকাল বিকেলে মিস্ত্রিদের পাওনা টাকা মিটানোর জন্য সোনার গহনা বন্ধক দিতে কাকদ্বীপে এসেছিল আমার ভাইঝি সাহেবা। ভোররাতে ঢোলাহাট থানা থেকে খবর পাই খালের জলে কাদায় মুখ গোজা অবস্থায় আমার ভাইঝির দেহ উদ্ধার হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমার ভাইঝিকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। এই ঘটনা সঙ্গে যুক্তদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
advertisement
বিশ্বজিৎ হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: চোখের সামনে মায়ের চরম সর্বনাশ হতে দেখল ছেলে! ভয়ে আর্তনাদ! তারপর? ভয়াবহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement