South 24 Parganas News: করোনা মোকাবিলায় সাড়া ফেলা 'ডায়মন্ডহারবার মডেলের' নেপথ্য কাণ্ডারীর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

Last Updated:

করোনা মোকাবিলায় 'ডায়মন্ডহারবার মডেল' প্রশংসা যেমন পেয়েছে, তেমনই বিতর্কেরও জন্ম দিয়েছে। তার নেপথ্য কাণ্ডরীর নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

+
চিকিৎসক

চিকিৎসক টিম

দক্ষিণ ২৪ পরগনা: বছর দু'য়েক আগের কথা। দেশজুড়ে তখন বাড়ছে করোনার প্রকোপ। ডায়মন্ডহারবারে তখন এই মহামারির প্রকোপ রুখতে চলছে উচ্চ পর্যায়ের প্রাশাসনিক বৈঠক। ঠিক সে‌ই সময় এগিয়ে এলেন এক চিকিৎসক। সবার সামনে তিনি তুলে ধরলেন তাঁর মডেল। সেই থেকে শুরু তাঁর কাজ। করোনা মহামারি রুখতে তাঁর তৈরি মডেল সেই সময় সাড়া ফেলে দেয়। শুরু হয় জোরকদমে কাজ। সেই কাজের পুরষ্কার হিসাবে এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সম্মানিত হলেন চিকিৎসক আকবর হোসেন মণ্ডল।
চিকিৎসক হিসাবে তিনি তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আকবর হোসেন মণ্ডল। করোনার সময় ডায়মন্ডহারবারের নোডাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে অক্সিজেন অন হুইল, ডক্টরস অন হুইল সহ একাধিক প্রজেক্টের দায়িত্ব সামলেছেন একা হাতে। করোনার দাপটে যখন সারা দেশ সন্ত্রস্ত, ঠিক সেই সময় ডায়মন্ডহারবার কোভিড হাসপাতালের ৩ বার ইনচার্জ হয়েছিলেন তিনি। এই গুরুদায়িত্ব সামলাতে গিয়ে নিজে দু'বার করোনা আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে আবারও করনা আক্রান্ত রোগীদের সেবা নেমে পড়েন।
advertisement
advertisement
চিকিৎসকদের টিম নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে রোগীর সেবা করে নজির গড়েছেন। প্রায় ২০০০ রুগিকে করোনা পরিস্থিতিতে বিনামূল‍্যে চিকিৎসা পরিষেবা দেন তিনি। সেই সঙ্গে থ‍্যালাসমিয়া দূরীকরণে প্রতিনিয়ত কাজ করে চলছেন দক্ষিণ ২৪ পরগনার ভূমিপুত্র আকবর হোসেন মণ্ডল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠার খবরে খুশি হলেও জানিয়েছেন, গোটাটাই টিম গেমের ফসল। ভবিষ্যতে সমাজের মঙ্গলে আরও কাজ করে যেতে চান বলেও জানান।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: করোনা মোকাবিলায় সাড়া ফেলা 'ডায়মন্ডহারবার মডেলের' নেপথ্য কাণ্ডারীর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement