South 24 Parganas News: মাটি বোঝাই লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
শনিবার ভোরে ঘুটিয়ারি শরিফ থেকে সাউথ গড়িয়ার বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ই রামনগর পুরি এলাকায় মাটি বোঝাই একটি লরি তাঁকে চাপা দিয়ে চলে যায়।
দক্ষিণ ২৪ পরগনা: বেপরোয়া মাটি বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যবসায়ীর। বারুইপুরের ঘটনা। মৃতের নাম গোপাল তরফদার। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঘুটিয়ারি শরিফ থেকে সাউথ গড়িয়ার বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ই রামনগর পুরি এলাকায় মাটি বোঝাই একটি লরি তাঁকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা ওই ব্যক্তিকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে ছোটেন। কিন্তু চিকিৎসকরা গোপাল তরফদার নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মাটি বোঝাই লরির দাপট নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাটি বোঝাই লরি ও ট্রাক্টরের দাপট ক্রমশ বাড়ছে। নিষেধাজ্ঞা থাকলেও দিনরাত মাটি নিয়ে গ্রামের রাস্তা ধরে ছুটে চলেছে গাড়িগুলো। তাদের বেপরোয়া গতির জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এদিনও তেমন পরিস্থিতিতেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এলাকার মানুষের আরও দাবি, মাটি বোঝাই লরির এই দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাঁদের হুমকি দেওয়া হয়। এদিকে পুলিশের দাবি, কোথাও বেআইনি মাটি বোঝাই গাড়ির খবর পেলেই তাঁরা গিয়ে অভিযান চালিয়ে সেই গাড়ি বাজেয়াপ্ত করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারও করাও হয়।
advertisement
অর্পন মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 5:17 PM IST