South 24 Parganas News: উঠে গেল সুন্দরবনের বাস ধর্মঘট, খুশি নিত্যযাত্রীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
প্রশাসনের আশ্বাস পাওয়ার পর সুন্দরবনে বাস ধর্মঘট তুলে নিলেন বেসরকারি বাস ও মিনি বাস মালিকরা
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে উঠল বাস ধর্মঘট। ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন রাজ্যের এই প্রত্যন্ত এলাকার মানুষ। প্রশাসন ও পরিবহণ দফতরের আধিকারিকদের থেকে আশ্বাস পেয়ে টানা তিন দিন ধর্মঘট করার পর তা প্রত্যাহার করলেন বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার থেকে আবার সুন্দরবন ও ডায়মন্ডহারবার জোনের বেসরকারি বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। উল্লেখ্য, অবৈধ যান বন্ধ ও ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত তিনদিন কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার মহকুমার সব বেসরকারি বাস ও মিনিবাস বন্ধের ডাক দিয়েছিল জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
সপ্তাহের শুরুতেই বাস ধর্মঘটের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রী থেকে কলেজ পরীক্ষার্থীদের। রাতে ডায়মন্ডহারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ ও জেলার অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক শুভাশিস দত্তের সঙ্গে বাস মালিকদের বৈঠক হয়। বৈঠকে অবৈধ যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাস ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন বাস মালিকদের সংগঠন। বাস ধর্মঘট উঠে যাওয়ায় খুশি সুন্দরবনের নিত্যযাত্রীরা। এদিন থেকে তারা এই ধর্মঘটের ফলে খুবই অসুবিধার মধ্যে পড়েছিলেন।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: উঠে গেল সুন্দরবনের বাস ধর্মঘট, খুশি নিত্যযাত্রীরা

