Micro Art: জামার বোতামের সাইজের গোপাল মূর্তি! জন্মাষ্টমীর আগে মাইক্রো আর্ট দেখতে তুঙ্গে উৎসাহ

Last Updated:

জন্মাষ্টমীর আগে বোতামের সাইজের গোপাল মূর্তি তৈরি করে ছাড়া ফেলে দিয়েছেন শিল্পী সোমা মুখার্জি

+
জন্মাষ্টমীতে

জন্মাষ্টমীতে ছোট্ট গোপালের মূর্তিতেই চমক!

কোচবিহার: জন্মাষ্টমী মানেই গোপাল ঠাকুরের পুজোয় মেতে উঠেন প্রায় সকলে। তবে এই জন্মাষ্টমীকে কেন্দ্র করেই কোচবিহারের মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জি তৈরি করেছেন গোপালের ছোট্ট একটি মূর্তি। জামার বোতামের ওপর তৈরি মাইক্রো আর্টিস্টের একেবারে ছোট্ট এই গোপাল মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ। তবে এই বিষয়টি এই মাইক্রো আর্টিস্টের কাছে নতুন বিষয় নয়। তিনি আগেও বহু ছোট মূর্তি তৈরি করেছেন। তাঁর এবারের তৈরি এই ছোট্ট গোপাল মূর্তির উচ্চতা মাত্র ০.৫ সেন্টিমিটার। মডেলিং ক্লে, রঙ ও রাংতা দিয়ে তৈরি করছেন ছোট্ট এই সুন্দর মূর্তিটি।
মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জী একজন গৃহবধূ। সংসারের সমস্ত কাজ সামলে এই কাজ করাটা তাঁর কাছে একেবারেই সহজ নয়। তবে ভালোলাগা থেকেই তিনি এই কাজ করে থাকেন। পরিবারের সদস্যরাও তাঁকে যথেষ্ট সহযোগিতা করেন। নিত্য নতুন জিনিস তিনি তৈরি করতে খুব ভালোবাসেন। এবারে জন্মাষ্টমী উপলক্ষে তাঁর তৈরি ছোট্ট গোপালের এই মূর্তি দীর্ঘ প্রায় একমাসের প্রচেষ্টার ফসল। একটি জামার বোতামের ওপর মডেলিং ক্লে দিয়ে প্রথমে তৈরি করেছেন মূর্তিটি। তারপর রং করতে হয়েছে সেই মূর্তিকে। মূর্তির অলংকরণে ব্যবহার করা হয়েছে রাংতা। তবে মূর্তি তৈরি হওয়ার পর তিনি নিজেও অবাক হয়েছেন। এতো ছোট মাপের মূর্তি তিনি তৈরি করতে পারবেন বলে আগে ভাবতে পারেননি।
advertisement
advertisement
মাইক্রো আর্টিস্টের ছেলে সাগরনীল মুখার্জী জানান, দীর্ঘ সময় ধরে মায়ের তৈরি এই সমস্ত জিনিস তাঁর অত্যন্ত পছন্দের বিষয়। তাই সময় পেলেই মায়ের পাশে বসে তিনি মায়ের কাজ দেখতে পছন্দ করেন। মাকে বিভিন্ন ধরনের নতুন আইডিয়াও দিয়ে থাকেন। মাঝে মধ্যে। সুযোগ পেলে মায়ের কাজে সাহায্য ও তবে মায়ের তৈরি এই গোপালের একেবারে ছোট্ট মূর্তিটি তাঁর বেশ পছন্দ হয়েছে। এছাড়াও মায়ের আগের মূর্তিগুলিও তাঁর পছন্দের তালিকায় আছে। আগামীদিনে তিনি আরও নতুন ও ভাল জিনিস তৈরি করুন, এমনটাই চান তিনি।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Micro Art: জামার বোতামের সাইজের গোপাল মূর্তি! জন্মাষ্টমীর আগে মাইক্রো আর্ট দেখতে তুঙ্গে উৎসাহ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement