Budge Budge Blast: কারা এরা? কেন যেতে দিচ্ছে না? গেলেই ঘিরে ফেলছে, বজবজ বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Budge Budge Blast: রবিবার রাতে বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৩ জনের
বজবজ: রবিবার রাতে বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৩ জনের। সোমবার এই ঘটনার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দফায় দফায় ঢুকতে বাধা দেওয়া হয় এলাকায়। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।
স্থানীয়দের দাবি, এই এলাকার মানুষজনের রুটি রুজি নির্ভর করে এই বাজির উপর। এই কাণ্ডের পরে তাদের ব্যবসাতে ক্ষতি হতে পারে। সেই আশঙ্কায় কাউকে ঢুকতে দিচ্ছে না তারা।
advertisement
ঘটনার পর সিপিআইএম এর পাঠানো একটি প্রতিনিধিদলকে আটকায় তারা। পুলিশ সূত্রে খবর, রবিবারের ঘটনার পর এলাকা থেকে প্রায় ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। মহেশতলা ও বজবজ থানায় এখন বিপুল পরিমাণ বাজি নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশি ধড়পাকড় আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার পর আরও বাজি মজুত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালের পর একাধিক সংবাদমাধ্যমকেরাস্তায় আটকানো হয়েছে। ক্যামেরা কাড়ার চেষ্টা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 11:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Budge Budge Blast: কারা এরা? কেন যেতে দিচ্ছে না? গেলেই ঘিরে ফেলছে, বজবজ বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়








