South 24Parganas News: সন্ধ্যায় ধান ক্ষেতের পাশে মারাত্মক কাণ্ড, ছুটতে হল পুলিশকে

Last Updated:

ঘটনার উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

 উদ্ধার বোমা
 উদ্ধার বোমা
#গোসাবা: গোসাবায় ফের উদ্ধার বোমা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
স্থানীয়রা ধান ক্ষেতের পাশে বোমাগুলি পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে। বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর। কে বা কারা, এই বোমা মজুত করেছিল এলাকায় সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সামনে পঞ্চায়েত ভোট। তার আগে এলাকা অশান্ত করতে গোসাবায় বোমা মজুত করা হচ্ছে। কিছু দুষ্কৃতীরা এই ধরনের বোমা এলাকায় মজুত করছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
advertisement
এলাকা সূত্রে খবর, স্থানীয় কয়েকজন বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় মিত্রপুর এলাকা থেকে ফিরছিলেন। সেই সময়ে একটি জলাভূমির পাশ থেকে প্রচুর বোমা পড়ে থাকতে দেখেন তাঁরা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ এসে গোটা এলাকাটি ঘিরে রাখে।
advertisement
তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে গোসাবা থেকে। সামনের বছরই সম্ভবত পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবে চিন্তা বেড়েছে প্রশাসনিক মহলেও। ঘটনার উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: সন্ধ্যায় ধান ক্ষেতের পাশে মারাত্মক কাণ্ড, ছুটতে হল পুলিশকে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement