South 24 Parganas News: ধাপাস বল খেলাকে ঘিরে বোমাবাজি! রণক্ষেত্র হয়ে উঠল এই এলাকা

Last Updated:

খেলা ঘিরে বোমাবাজি! দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা। পুলিশ এসে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

খেলা ঘিরে বোমাবাজি
খেলা ঘিরে বোমাবাজি
#দক্ষিণ ২৪ পরগনা: অনেকটা ফুটবলের মত দেখতে ধাপাস বল। সেই ধাপাস বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। ব্যাপক বোমাবাজি হয়। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। জয়নগরের আলিপুর গাজিপাড়া এলাকায় ধাপাস বল টুর্নামেন্ট হ‌ওয়ার কথা। সেই খেলাকেই কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে আগামীকাল, অর্থাৎ ১২ জানুয়ারি আলিপুর গাজিপাড়ার মাঠে প্রতিবছরের মত এই বছর‌ও ধাপাস বল খেলা ও মেলার আয়োজন করা হয় স্থানীয় ক্লাবের পক্ষ থেকে। বুধবার তার‌ই প্রস্তুতি চলছিল। প্যান্ডেল বাঁধার সময় হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় এলাকায়। তারা একের পর এক বোমা ছুড়তে থাকে। বোমার আঘাতে এলাকার কয়েকজন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের গাড়ি লক্ষ্য করেও দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে স্থানীয়দের অভিযোগ।
advertisement
advertisement
পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বোমাবাজিতে আহতদের চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ কার বেশি না ফাটা ক্যাসেট বোমা উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজন ছড়ায়।
advertisement
উল্লেখ, গ্রাম বাংলায় বহু জায়গায় ফুটবলের বদলে এই ধাপাস খেলা জনপ্রিয়। তবে পঞ্চায়েত ভোটের আগে এইভাবে বোমাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ধাপাস বল খেলাকে ঘিরে বোমাবাজি! রণক্ষেত্র হয়ে উঠল এই এলাকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement