South 24Parganas News: দুর্ঘটনার এক ঘণ্টা পার করার পর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল বাসন্তী হাইওয়েতে
Last Updated:
ভাঙড়: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনভ্যান খালে পড়ে গেলে প্রায় এক ঘণ্টা কেটে যাওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় দেহ, উত্তেজিত জনতা মৃতদেহ বাসন্তী হাইয়ের উপরে রেখে অবরোধ করে।
ঘড়ির কাটায় তখন সাড়ে ছটা, মুরগির প্লাস্টিকের ঝাকা নিয়ে একটি ইঞ্জিন ভ্যান কলকাতা বাসন্তী রাস্তা ধরে চন্ডিপুর থেকে যাচ্ছিল। বামুনিয়া জলপথের কাছে আসতে একটি ইটের ৪০৭ গাড়িকে পাশ দিতে গিয়ে সজোরে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মারে। ইঞ্জিনভ্যান থেকে ছিটকে পড়ে খালে। জলে পড়ে ইঞ্জিনভ্যান চালক তলিয়ে যায়।
advertisement
advertisement
ঘটনাটি যখন ঘটে তখন কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখে তারা জানান এলাকার কয়েকজন যুবক খুজাখুঁজি করছে থাকে ইঞ্জিন ভ্যান চালক কোথায় পড়েছে। যত বেলা করাতে থাকে মানুষের ভিড় বাড়তে থাকে কলকাতা বাসন্তী ডাক্তার বামুনিয়া ব্রিজের উপর। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ছুটে আসে বামুনিয়া ব্রিজের কাছে। পথ অবরোধকারীদের বোঝাতে থাকে কলকাতা বাসন্তী রাস্তার জ্যাম ছাড়িয়ে দেওয়ার জন্য। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ কেন জলে নেমে ওই ইঞ্জিন ভ্যান চালককে খুঁজে বার করছে না।
advertisement
ইতিমধ্যে স্থানীয় কয়েকজন লোক নেমে ও ইঞ্জিনম্যান চালককে খোঁজাখুঁজি করতে থাকে। এক ঘন্টার পর ইঞ্জিনভেন চালকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজনের বুকে শোনা যাচ্ছে ইঞ্জিনভ্যান চালকের বাড়ি, চন্ডিপুরে এই ঘটনা চাউর হতে ঘটনাস্থলে ছুটে আছে মৃত ব্যক্তির পরিবার তারা কান্নায় ভেঙে পড়েন এদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে বাস ছোট গাড়ি লরি পথ চলতি মানুষ। স্থানীয় পর্ব চলতি মানুষ একটাই কথা বলছে পুলিশ প্রশাসন শাসকদলের নেতারা কেন অবৈধ ইঞ্জিন ভ্যান রাস্তা থেকে তুলে দিচ্ছে না।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 9:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: দুর্ঘটনার এক ঘণ্টা পার করার পর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল বাসন্তী হাইওয়েতে