Bangla News: ৪৪ বছর কেউ ছুঁতে পারেনি কাশ্মীরের এই শৃঙ্গকে! অবশেষে ধরা দিল বাংলার পর্বতারোহীকে

Last Updated:

Bangla News:সফল ব্রহ্মা ১ অভিযান সোনারপুর আরোহীর। এই প্রথম কোনও ভারতীয় দল এই অভিযান সফল করল। প্রথমবার, ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন এই শৃঙ্গে আরোহণ করে।

অবশেষে ধরা দিল বাংলার পর্বতারোহীকে
অবশেষে ধরা দিল বাংলার পর্বতারোহীকে
সোনারপুর: সফল ব্রহ্মা ১ অভিযান সোনারপুর আরোহীর। এই প্রথম কোনও ভারতীয় দল এই অভিযান সফল করল। প্রথমবার, ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন এই শৃঙ্গে আরোহণ করে। তারপর ১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে। পরের বছরেই জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর আর কেউ উঠতে পারেনি প্রায় সাড়ে ছয় হাজার মিটার উচ্চতার এই শৃঙ্গে।
প্রথমবার আরোহণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অভিযান করে সোনারপুর আরোহী । রুদ্রপ্রসাদ হালদারারের নেতৃত্বে ১৫ জনের একটি দল দুটি ভাগে ভাগ হয়ে রওনা দেয় সোনারপুর থেকে। প্রথম দলটি যায় ২৭শে জুন। দ্বিতীয় দলটি যায় ৩০শে জুন। ১৮ জুলাই রাত্রি ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকাল সাড়ে দশটার আশেপাশে সামিট করে তারা।
advertisement
advertisement
গত ৪৪ বছরে কারও কাছেই ধরা দেয়নি কাশ্মীরের ব্রহ্মা ১ শৃঙ্গ (৬৪১৬ মিটার)। সেই খরা কাটাতে রবিবার সকালে তুষারপাত, হোয়াইট আউটের মধ্যেও ব্রহ্মার শীর্ষের দিকে এগোচ্ছিলেন বাংলার ন’জন আরোহী। সঙ্গী ছয় শেরপা। বাকি ছিল মাত্র ১৩৬ মিটার। তখনই ছন্দপতন। সামিটের রুট খুলতে গিয়ে ৭০ মিটার নীচে পড়ে গেলেন ওই দলের সঙ্গে থাকা এক শেরপা। তাই ব্রহ্মার স্বপ্নকে অধরা রেখেই ক্যাম্প ২-তে ফিরেছেন আরোহীরা। তার পরে সোমবার রাতে বেরিয়ে আরও এক বার ব্রহ্মাকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে পারেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ও তাঁর দলবল।
advertisement
কাশ্মীরের কিস্তওয়াড় জেলার এই বিপজ্জনক ও কঠিন শৃঙ্গে অভিযান চালাচ্ছেন সোনারপুরের একটি পর্বতারোহণ ক্লাবের ১২ জন আরোহী। রুদ্র জানান, “শনিবার রাত ১২টা নাগাদ অল্প তুষারপাতের মধ্যেই সামিট-যাত্রা শুরু হয়। ভোর ৫টায় ৬১৫৬ মিটার উচ্চতায় পৌঁছে যান রুদ্রপ্রসাদ ও তাঁর ৮ সঙ্গী সপ্তশৃঙ্গজয়ী সত্যরূপ সিদ্ধান্ত, পার্থসারথি লায়েক, অভীক মণ্ডল, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিস মজুমদার, নৈতিক হালদার, উদ্দীপন হালদার ও তুহিন ভট্টাচার্য। কিন্তু হোয়াইট আউটের মধ্যে দেখতে না পেয়ে তেনজিং শেরপা ৭০ মিটার নীচে পড়ে যান। তিন শেরপা তাঁকে উদ্ধার করে ক্যাম্প ২-তে নামান। দলনেতা জানিয়েছেন, সোমবার কিস্তওয়াড় হাসপাতালে তাঁকে ভর্তি করানোর চেষ্টা হবে। ১৯৭৩ সালে ব্রিটিশ পর্বতারোহী স্যর ক্রিস বনিংটন এই শৃঙ্গে প্রথম আরোহণ করেন। তার পর থেকে একাধিক অভিযানই ব্যর্থ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: ৪৪ বছর কেউ ছুঁতে পারেনি কাশ্মীরের এই শৃঙ্গকে! অবশেষে ধরা দিল বাংলার পর্বতারোহীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement