কুলপি: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রামকিশোরপুরের কালীতলায়।
তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দশ হাজার টাকা কাটমানি দিতে না পারায় তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে। আবেদনকারী ও পঞ্চায়েত সদস্যের মধ্যে কাটমানি সংক্রান্ত কথোপকথনের অডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে। ঘটনাটি কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামের।
কিন্তু আবেদনকারী সেই টাকা দিতে পারেন নি। এরপর তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এই ভাইরাল অডিওর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে তাঁর পাওনা টাকা চেয়েছেন বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় আবেদনকারী মাবুদ সেখ কুলপির বিডিও সৌরভ গুপ্তকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।
নবাব মল্লিকনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awas Yojana Scam