হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য

South 24 Parganas News: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য

X
রামকিশোর [object Object]

ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে।

  • Share this:

কুলপি: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রামকিশোরপুরের কালীতলায়।

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দশ হাজার টাকা কাটমানি দিতে না পারায় তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে। আবেদনকারী ও পঞ্চায়েত সদস্যের মধ্যে কাটমানি সংক্রান্ত কথোপকথনের অডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে। ঘটনাটি কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামের।

আরও পড়ুন: 'দয়া করে প্যানিক করবেন না...' অ্যাডিনোভাইরাস নিয়ে অভয় দিলেন মমতা! মুখ্যমন্ত্রী দিলেন 'এই' কাজটি করার পরামর্শ

আরও পড়ুন: বিধানসভা অধিবেশনে DA নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? রইল আপডেট
ওই গ্রামের বাসিন্দা মাবুদ শেখের নাম ছিল ২০১৮ সালের আবাস তালিকায়। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে সেই তালিকা ধরে সমীক্ষা করা হয়। সেইসময় কালীতলা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সেখ সামিম আবেদনকারী মাবুদ সেখের কাছে তালিকায় নাম নথিভুক্তের জন্য দশ হাজার টাকা কাটমানি চায় বলে অভিযোগ।

কিন্তু আবেদনকারী সেই টাকা দিতে পারেন নি। এরপর তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এই ভাইরাল অডিওর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে তাঁর পাওনা টাকা চেয়েছেন বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় আবেদনকারী মাবুদ সেখ কুলপির বিডিও সৌরভ গুপ্তকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।

নবাব মল্লিক
Published by:Rachana Majumder
First published:

Tags: Awas Yojana Scam