South 24 Parganas News: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে।
কুলপি: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রামকিশোরপুরের কালীতলায়।
তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দশ হাজার টাকা কাটমানি দিতে না পারায় তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে। আবেদনকারী ও পঞ্চায়েত সদস্যের মধ্যে কাটমানি সংক্রান্ত কথোপকথনের অডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কুলপিতে। ঘটনাটি কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামের।
advertisement
advertisement
advertisement
কিন্তু আবেদনকারী সেই টাকা দিতে পারেন নি। এরপর তালিকা থেকে আবেদনকারীর নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এই ভাইরাল অডিওর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে তাঁর পাওনা টাকা চেয়েছেন বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় আবেদনকারী মাবুদ সেখ কুলপির বিডিও সৌরভ গুপ্তকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুলপিতে আবারও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, ফের চাঞ্চল্য