South24Parganas News: কেটেছে করোনার প্রকোপ, লাভের আশায় দিনরাত কাজে ব্যস্ত প্রতিমার গয়নাশিল্পীরা

Last Updated:

এবার নাওয়া খাওয়া ভুলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বকুলতলার রায় নগর গ্রামে ১৫ থেকে ১৬ টি পরিবার ব্যস্ত শোলার চাঁদ মালা, মুকুট, ডাকের সাজ তৈরি করতে।গত দু'বছর করোনার কারণে তেমনভাবে লাভের মুখ দেখতে পারেননি তাঁরা।

+
তৈরি

তৈরি হচ্ছে প্রতিমার গয়না

#সুন্দরবন: দুর্গাপুজোয় পদ্মফুল লাগে ,আর শোলার কদম ফুলও লাগে মঙ্গল ঘটে। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা।তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আনন্দে মাতবে আপামর বাঙালি। বাতাসে শিউলির গন্ধ। নীল আকাশ আর আকাশের দোলায় পুজো পুজো আমেজ। এবার নাওয়া খাওয়া ভুলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বকুলতলার রায় নগর গ্রামে ১৫ থেকে ১৬ টি পরিবার ব্যস্ত শোলার চাঁদ মালা, মুকুট, ডাকের সাজ তৈরি করতে। ঘরের মহিলারা ঘরের কাজ সামলে চিন্ময়ী সাজ তৈরি করতে ব্যস্ত। গত দু'বছর করোনার কারণে তেমনভাবে লাভের মুখ দেখতে পারেনি শিল্পীরা। গত দুবছরের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে মহিলারা।
advertisement
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা দৈনিক মজুরিতে কাজ করে যাচ্ছে ঘরের মহিলারা। সারা বছর গৃহেস্থের হেঁসেল সামলানো আর পুজোর কয়েকটা মাস সন্তানদের নতুন জামা কাপড় উপহার দিতে ও পরিবারের হাল ধরতে চিন্ময়ী সাজ তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েন মহিলারা। শিল্পী দেবী নস্কর বলেন, ২৫ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত গত দু'বছর করোনার মহামারীর কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের। কিন্তু এ বছরে অগ্নিমূল্য বাজার কাঁচামালের দাম আকাশ ছোঁয়া তেমনভাবে সেই তুলনায় দাম পাচ্ছি না আমরা ফলে আংশিক হলেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের।
advertisement
উমা বায়েন নামে শিল্পী বলেন, গত দু বছরে লাভের মুখ তেমন দেখতে পাইনি আমরা, দু বছরের খরা কাটিয়ে আবার লাভের মুখ দেখায় আশা বুক বেধেছি। আমরা এখানে প্রায় ১০-১৫ জন মহিলা কাজ করি। বছরের অন্যান্য সময় আমরা গৃহেস্থের কাজ করলেও দুর্গাপুজোর এই কয়েক মাস পরিবারের মুখে হাসি ফোটাতে আমরাও ঘরের কাজ করে সময় বার করে দেবী দুর্গার সাজ তৈরি করি। দেব দেবীর জন্য আমরা ডাকের সাজ তৈরি করি৷ পুজোর এই কয়েক মাস আমরা চরম ব্যস্ততা মধ্যেই কাটাই। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে দিনরাত এক করে কষ্ট করে যায় আমরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: কেটেছে করোনার প্রকোপ, লাভের আশায় দিনরাত কাজে ব্যস্ত প্রতিমার গয়নাশিল্পীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement