South 24 Parganas News: স্কুলের সামনে পরিত্যক্ত ফ্লাড শেল্টারে বাড়ছে বিপদ, অসুবিধা নগেন্দ্রপুরে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
নগেন্দ্রপুরের স্কুলের সামনে রয়েছে পরিত্যক্ত ফ্লাড শেল্টার। সেখান দিয়ে প্রায়শই যাতায়াত করে ছাত্র-ছাত্রীরা। ফলে যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে সেখানে।
দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের সামনে রয়েছে পরিত্যক্ত ফ্লাড শেল্টার। সেখান দিয়ে প্রায়শই যাতায়াত করে ছাত্র-ছাত্রীরা। ফলে যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে সেখানে। ঘটনাটি নগেন্দ্রপুরের। নগেন্দ্রপুরে হেমন্ত কুমারী হাই স্কুলের সামনেই রয়েছে পরিত্যক্ত ফ্লাড শেল্টারটি। সেই ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে মাঝে মধ্যে। দেওয়ালে জন্মেছে গাছ। এই পরিত্যক্ত ভবনটি ভাঙার কথা সকলকে জানিয়েও কোনওকাজ হচ্ছে না বলে আক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস। এই ভবনটি না ভাঙা হলে যে কোনওমুহুর্তে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এই ভবনে অনেক ছাত্র-ছাত্রী সাইকেল রাখে। আবার এখান থেকে মিড-ডে মিলের কক্ষে যেতে সুবিধা হয় বলে অনেকে এই ভাঙা ভবনের ভিতর দিয়ে সেখানে যায়। ফলে বিপদের সম্ভবনা থেকেই যায়। এ নিয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবপ্রসাদ মন্ডল জানিয়েছেন, ভবনটি ভেঙে দিলেই সমস্যা মিটবে। সব জয়াগায় ভবন ভাঙার ব্যাপারে লিখিত দেওয়া হয়েছে। এরমধ্যে যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই দিকটি দেখতে হবে। তবে এই ভবনটি কবে ভাঙা হবে সেই উত্তর নেই কারোকাছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 4:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্কুলের সামনে পরিত্যক্ত ফ্লাড শেল্টারে বাড়ছে বিপদ, অসুবিধা নগেন্দ্রপুরে