গভীর সমুদ্রে ভয়ঙ্কর বিপদ! মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, তারপর যা হল...
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
নামখানা হরিপুর এলাকা শুক্রবার কাকদ্বীপের একটি ট্রলার এফ বি মা বাসন্তী ১৪ জন মৎস্যজীবী নিয়ে মিছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল, কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটি ফুটো হয়ে ডুবে যায়।
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা হরিপুর এলাকা থেকে আজ শুক্রবার কাকদ্বীপের একটি ট্রলার এফ বি মা বাসন্তী নামে ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল, তবে কালিস্থান থেকে পাঁচ -সাত কিলোমিটার দূরে ট্রলারটি নীচে ফুটো হয়ে যায়।
ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা বুঝতে পেরে তড়িঘড়ি করে এফবি মা বাসন্তী ওই মৎস্যজীবীটি কে একটি নদীর এক কিনারে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারটিতে।
advertisement
আরও পড়ুন- ‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
advertisement
তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি করে ওই ট্রলারটির কাছে পৌঁছে ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করে, ট্রলারটি ডুবে যায়, আশেপাশে থাকা মৎস্যজীবী ট্রোলার গুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছে বলে জানা যায় মৎস্যজীবী ট্রলার বলে সুন্দরবন সামুদ্রিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করার জন্য কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
গভীর সমুদ্রে ভয়ঙ্কর বিপদ! মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, তারপর যা হল...










