South 24 Parganas News : জয়নগর থানার পুলিশের তৎপরতায় নাবালিকা উদ্ধার ভাঙড় থেকে
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Rohan roychowdhury
Last Updated:
জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার এক নাবালিকা ভাঙড় থেকে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত এক জনকে গ্রেফতার
জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার এক নাবালিকা ভাঙড় থেকে।এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত এক জনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার বাগচী গোবিন্দপুরের ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে ভাঙরের মরিচা গ্রামের এক যুবকের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় বেশ কয়েক মাস আগে।
আস্তে আস্তে পরিচয় প্রেমের সম্পর্কে পরিনত হয়। আর তারপরে ঐ নাবালিকা পড়তে যাবার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায় গত ৯ ই জুন । মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১০ ই জুন ঐ নাবালিকার পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়।
আর তাঁর পরে জয়নগর থানার নির্দেশ মেনে জয়নগর থানার পুলিশ তাদের নিজস্ব সোর্স ও মোবাইলের লোকেশানের সূত্র ধরে ভাঙরের মরিচা থেকে এক যুবককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। উদ্ধার হয় ঐ নাবালিকা। আর জয়নগর থানা থেকে ধৃত ঐ যুবককে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। এবং উদ্ধার হওয়া নাবালিকাকে হোমে পাঠানো হয়।
advertisement
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 25, 2023 9:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : জয়নগর থানার পুলিশের তৎপরতায় নাবালিকা উদ্ধার ভাঙড় থেকে








