জয়নগর: অসময়ে যদি এলাকার মানুষের কোনও সমস্যা হয়, তা হলে তাঁদের ছুটে যেতে হত হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল কিংবা নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। সেই সমস্যা মিটতে চলেছে। জয়নগর ১ নম্বর ব্লকের বহুড়ু গ্রাম পঞ্চায়েত এলাকার কামদেব নগর গ্রাম। উন্নত গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বহুড়ু ক্ষেত্রগ্রাম পঞ্চায়েতের সহায়তায় সেখানে সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হল।এ দিন ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল। আর সেই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখোপাধ্যায়, জয়নগর ১ নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার রুপঙ্কর বসু-সহ আরও অনেকে। মনে করা হচ্ছে, উন্নত পরিকাঠামো-সহ ঝাঁ চকচকে এই কেন্দ্র চালু হওয়ার ফলে এই এলাকার বহু মানুষ নিয়মিত ভাল চিকিৎসা পরিষেবা পাবেন।
এ দিন এই বিষয়ে জয়নগর ১ নং ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখোপাধ্যায় বলেন, "আরও ভাল পরিষেবা পাওয়া যাবে এখন থেকে নিয়মিত।" পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে আছেন। তাই ভাল চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে এখানে। স্বাস্থ্য কেন্দ্রের থেকেও আরও ভাল পরিষেবা পাওয়া যাবে।"
আরও পড়ুন: গরমে পুড়ে যাচ্ছেন? জিভে ঠেকান এই জিনিস! মুহূর্তে কনকনে ঠান্ডা! শরীরে আরাম!
আরও পড়ুন, গ্যাসের সিলিন্ডার কেন গোলাকৃতি হয়! রয়েছে এক আজব কারণ, অনেকেই জানেন না
জয়নগর ১ নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার রুপঙ্কর বসু জানান, প্রসূতি মায়েদের চিকিৎসা-সহ একাধিক ব্যবস্থা থাকবে এখানে।উল্লেখ্য, বহুড়ু ক্ষেত্রগ্রাম পঞ্চায়েতের বহুড়ু পঞ্চায়েতের পাশে ও বহুড়ু কামদেবনগর সুস্বাস্থ্য কেন্দ্র দুটির সুবাদে এই এলাকার বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health Centre