মাকে মারধর করার ছবি ভাইরাল হতেই গ্রেফতার ছেলে
Last Updated:
মাকে মারার ছবি ভাইরাল হতেই গ্রেফতার ছেলে। ঘটনাটি ঘটেছে নিমতা বি এল মুখার্জী রোডের তিন নম্বর বাইলেনে। দুই ছেলেকে নিয়ে থাকতেন শান্তি প্রভা দেবী।
#কলকাতা: মাকে মারার ছবি ভাইরাল হতেই গ্রেফতার ছেলে। ঘটনাটি ঘটেছে নিমতা বি এল মুখার্জী রোডের তিন নম্বর বাইলেনে। দুই ছেলেকে নিয়ে থাকতেন শান্তি প্রভা দেবী। বড় ছেলে বিকাশ দেব দশ বছর আগে আলাদা হয়ে দত্তপুকুরে চলে যায়। ছোটো ছেলে বুলু প্রসাদ দেব এর সাথেই থাকেন শান্তি প্রভা দেবী। কিন্তু প্রায় দিনই মাকে মারধো করত বুলু বলে অভিযোগ।
ঘরের মধ্যে মাকে মারধোরের কথা এলাকার বাসিন্দারা জানলেও ঘরে সবসময় তালা বন্ধ থাকায় কেউ কিছু করতে পারতেন না। এরপর প্রতিবেশী প্রত্যাশা রায় চৌধুরী বাধ্য হয়ে মারধর করার ছবি তুলে সোশাল মিডিয়ায় আপলোড করতেই সেটি ভাইরাল হয়ে যায় । সেই ছবি দেখে নিমতা থানার পুলিশ বুলু প্রসাদ দেবকে গ্রেফতার করেছে । ছেলের অত্যাচার সহ্য করেও ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন শান্তি প্রভা দেবী ।
advertisement
advertisement
Location :
First Published :
August 09, 2018 7:18 PM IST