স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন গৃহবধূ
Last Updated:
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মহেশতলা থানায় মৃত গৃহবধূর পরিবার অভিযোগ দায়ের করেছে ৷
#মহেশতলা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মহেশতলা থানায় মৃত গৃহবধূর পরিবার অভিযোগ দায়ের করেছে ৷ চার বছর আগে মহম্মদ হাবিব মোল্লার সঙ্গে বিয়ে ঠিক হয় ৷ সবই ঠিক চলছিল ৷ তাদের একটি কন্যা সন্তানও রয়েছে ৷
সম্প্রতি মৃত গৃহবধূ তার স্বামীর আচরণে কিছু পরিবর্তন লক্ষ করে ৷ কয়েকদিন অন্য এক মহিলার সঙ্গে ফোনে কথা বলতে দেখেন ৷ এই বিষয়ে প্রশ্ন করলে তাকে মারধর করা হত বলে অভিযোগ ৷ দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তেই থাকছিল ৷
advertisement
advertisement
এদিন গৃহবধূর বাপের বাড়িতে ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ এরপর গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
Location :
First Published :
August 09, 2018 5:32 PM IST