Siliguri News|| জমে উঠেছে জ্যু ফেস্টিভ্যাল! কচিকাঁচাদের ভিড় বেঙ্গল সাফারি পার্কে

Last Updated:

Zoo festival at Siliguri Bengal Safari Park: শিশু ও স্কুল-কলেজ পড়ুয়াদের মনোরঞ্জন করার পাশাপাশি শিশুদের মধ্যে বন্য প্রাণ ও পরিবেশ নিয়ে সচেতনতা ও আগ্রহ বাড়াতে বেঙ্গল সাফারি পার্কে পাঁচদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।

+
title=

#শিলিগুড়ি: শহরে শীত ঢুকতে শুরু করেছে। আর শীতের মরশুম মানেই চিড়িয়াখানায় কচিকাঁচাদের ভিড়। এ বার শিশু ও স্কুল-কলেজ পড়ুয়াদের মনোরঞ্জন করার পাশাপাশি শিশুদের মধ্যে বন্যপ্রাণ ও পরিবেশ নিয়ে সচেতনতা ও আগ্রহ বাড়াতে বেঙ্গল সাফারি পার্কে পাঁচদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। শিশু দিবসে সাফারি পার্কে শুরু হয় ‘জ্যু ফেস্টিভ্যাল’। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
কোভিডের কারণে গত দু'বছর পরিকল্পনা নিলেও এই উৎসব করে ওঠা সম্ভব হয়নি। কিন্তু এখন আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। তাই এ বছর প্রথম সাফারি পার্কে উৎসবের আয়োজন করা হয়েছে এ বছর। ৫ দিনের এই ‘জ্যু ফেস্টিভ্যাল’-এর প্রথমদিন ছিল পশু দত্তক নেওয়ার অনুষ্ঠান। অনেকেই বিভিন্ন পশু দত্তক নেন এ দিন।
আরও পড়ুনঃ টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সরব রেলের আধিকারিকরাই
ওয়াইল্ড অ্যানিম্যালস ইন জ্যু-এ থিমের ওপর এ দিন ছবি আঁকে বাগডোগরা থেকে আগত একটি অঙ্কন স্কুলের কচিকাঁচারা। বিভিন্ন বয়সীর ছেলে-মেয়েরা এ দিন বেঙ্গল সাফারি পার্কের দেওয়ালে নানা রকম জীবজন্তুর ছবি আঁকে।
advertisement
advertisement
এ ছাড়াও প্রতিদিন আগত পর্যটকদের উদ্দেশ্যে ক্যুইজ প্রতিযোগিতাও চলবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারও দেওয়া হবে বলে জানালেন ডিএফ্ওডি শেরপা।
এ ছাড়াও তিনি জানান, কলেজ ও স্কুল পড়ুয়াদের নিয়ে বন্যপ্রাণ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যাল চলাকালীন প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়ারা বিনামূল্যে প্রবেশ করতে পারবে সাফারি পার্কে। সর্বশেষ দিনে কচিকাঁচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা হবে। আলাদা আলাদা বিভাগে এই প্রতিযোগিতা হবে। প্রতি বিভাগে বিজেতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News|| জমে উঠেছে জ্যু ফেস্টিভ্যাল! কচিকাঁচাদের ভিড় বেঙ্গল সাফারি পার্কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement