Darjeeling Trip|| পর্যটকদের জন্য দারুণ খবর! মাত্র ১০৫ টাকাতেই পৌঁছন দার্জিলিং, কীভাবে জানুন

Last Updated:

Darjeeling Tour at 105 rupees: পর্যটনের মরশুমে পর্যটকরা পাড়ি দেন পাহাড়ের কোলে। দার্জিলিং বেড়াতে আসেন সকলে । তবে দার্জিলিং যেতে সবথেকে কম খরচে যাওয়ার এই উপায় অনেকের অজানা। 

+
title=

#শিলিগুড়ি: দেরী না করেই বেরিয়ে পড়ুন শৈলশহরের রানীর দেশে, হ্যাঁ একেবারে দার্জিলিং। শহরের কোলাহল আর অফিসের একগাদা কাজের চাপে প্রাণ হাঁসফাঁস হয়ে উঠলে প্রাণ ভরে খোলা হাওয়া আর সবুজের মাঝে চোখ জুড়ানো অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। আর সেই গন্তব্যে পৌঁছতে খরচ হবে মাত্র ১০৫ টাকা।
শীত মানেই পর্যটনের মরশুম। আর এই পর্যটনের মরশুমে পর্যটকরা পাড়ি দেন পাহাড়ের কোলে। শৈলশহর দার্জিলিং বেড়াতে আসেন সকলে। তবে দার্জিলিং যেতে সবথেকে কম খরচে যাওয়ার উপায়টি বুঝি অনেকেরই অজানা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে দার্জিলিংগামী যে বাস চালানো হয় তার খরচ মাত্র ১০৫ টাকা। সেটা নিয়ে কার্যত কিছুটা হলেও বিচলিত ট্যাক্সি চালকরা।
advertisement
advertisement
দার্জিলিং যাওয়ার অন্যতম সওয়ারি ছোট ট্যাক্সি। যার ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। কিন্তু বাসের ভাড়া অনেকটাই কম হওয়ায় কেউ আর ট্যাক্সিতে যেতে চাইছে না, দাবি ট্যাক্সি চালকদের। পর্যটনের মরশুমে দার্জিলিং যেতে হলে বুকিং গাড়ি সেখানে ভাড়া একটু বেশি প্রায় ২৫০০ টাকা। শেয়ার গাড়িতেও যেতে পারেন মাথাপিছু ভাড়া পড়বে ২০০ টাকা। তবে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে গেলে গাড়ির ভাড়া অনেকটাই কম লাগবে। বাসে লাগবে মাথাপিছু ১০৫ টাকা। এই সামান্য টাকাতেই ঘুরে আসা যাবে দার্জিলিং। তাই পর্যটকেরা বাসে যেতেই পছন্দ করছেন দার্জিলিংয়ে।
advertisement
সকাল সাড়ে ছ'টা থেকে বাস ছাড়ে শিলিগুড়ি তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে। পর্যটকেরা জানাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস যাত্রার জন্য খুবই উপকারী। অনেকটা কম টাকা খরচ হচ্ছে তাদের। যেখানে ছোট গাড়িতে করে যেতে ২৫০ টাকা লাগছে, সেখানে ১০৫ টাকাতেই আমরা বাড়ি পৌঁছে যেতে পারছি। শুধু আমি না সাধারণ মানুষও অনেক উপকৃত হয়েছে এই পরিষেবার জন্য ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling Trip|| পর্যটকদের জন্য দারুণ খবর! মাত্র ১০৫ টাকাতেই পৌঁছন দার্জিলিং, কীভাবে জানুন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement