Siliguri News: বোটিং করতে আর যেতে হবে না মিরিক! শিলিগুড়িতেই নিতে পারবেন বোটিংয়ের মজা

Last Updated:

ইতিমধ্যেই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট-এর পক্ষ থেকে টেন্ডার দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে নতুন রূপে পার্ক সেজে উঠবে।

সূর্যসেন পার্কে বোটিং করছেন মেয়র
সূর্যসেন পার্কে বোটিং করছেন মেয়র
শিলিগুড়ি: পুজোর মুখে শহরবাসীর জন্য দারুণ খবর। শিলিগুড়ি সূর্যসেন পার্কে দীর্ঘ ৮ মাস পর চালু হল বোটিং পরিষেবা। পার্কে বসে সময় কাটানোর সঙ্গে এখন বোটিংয়ের মজাও নিতে পারবেন কলকাতাবাসী।
এর পাশাপাশি পার্কের জলাশয়ে রঙিন মাছও ছাড়া হয় এদিন। এদিন সূর্যসেন পার্কে ফিতে কেটে বোটিং পরিষেবার শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর কমল আগারওয়াল। মূলত সূর্যসেন পার্ক চালু হওয়ার পরে বোটিং ছিল পার্কের অন্যতম আকর্ষণ। তবে দীর্ঘ আট মাস ধরে বিভিন্ন কারণে বেহাল দশায় পড়েছিল সূর্যসেন পার্কের জলাশয় এবং বোটিং পরিষেবা।
advertisement
এদিন এই বোটিং পরিষেবা পুনরায় চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। এদিন উদ্বোধনে এসে গৌতম দেব বলেন, ‘শহরের অন্যতম প্রাণকেন্দ্র এই সূর্যসেন পার্ক। পার্কের উন্নতি করনে আরও নানান কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পার্কের ভেতরে টয়ট্রেনের জন্য টানেল বানানো হবে। এছাড়াও আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং এর প্রশিক্ষণ দেওয়া হবে এখানে।’
advertisement
ইতিমধ্যেই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট-এর পক্ষ থেকে টেন্ডার দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে নতুন রূপে পার্ক সেজে উঠবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বোটিং করতে আর যেতে হবে না মিরিক! শিলিগুড়িতেই নিতে পারবেন বোটিংয়ের মজা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement