Siliguri News: গ্রামীণ পর্যটনকে তুলে ধরতে শুরু হল উৎসব

Last Updated:

গ্রামীণ পর্যটনকে সকলের সামনে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হয়েছে পর্যটন মেলা

+
title=

শিলিগুড়ি: পর্যটন শিল্পের প্রসার এবং প্রতিবেশী দেশ ভুটান, নেপাল, বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হল চার দিনব্যাপী পর্যটন উৎসব। প্রতিবেশী দেশগুলোর পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি সেখানে গিয়ে কোথায় থাকবেন এবং কোন কোন জায়গা ঘোরা যেতে পারে সেই সমস্ত বিষয় তুলে ধরা হচ্ছে এখানে। মাটিগাড়ার একটি শপিং মলে এই চার দিনের পর্যটন উৎসব শুরু হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজম (অ্যাক্ট) এই উৎসবের আয়োজন করেছে। অষ্টম বর্ষ উৎসবের সূচনায় এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীরা। শুরুর প্রথম দিনই বেশ ভাল সাড়া পড়েছে শিলিগুড়ির এই পর্যটন উৎসবে।
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের তালিকায় ছিলেন ভুটানের সাংগে থিনলে, কালিম্পংয়ের সিদ্ধান্ত সুদ, জিটিএ’র দাওয়া শেরপা ছাড়াও শিল্পপতি সঞ্জিত সাহা, আইসিসির সদস্য দিলীপ দুগার প্রমুখ। প্রত্যেকেই পর্যটন নির্ভর উত্তরবঙ্গের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তুলে ধরা হয় সম্ভাবনার দিকগুলিও। অ্যাক্টের তরফে রাজ বসু বলেন, গ্রামীণ পর্যটনকে মূলত ফোকাস করে এবার আমাদের উৎসব আয়োজন করা হয়েছে। তাই উৎসবে নেপাল, বাংলাদেশ ও ভুটানের তরফেও সেখানকার গ্রামীণ নানা সামগ্রী নিয়ে আসা হয়েছে।
advertisement
রাজ বসুর কথায়, মূলত গ্রামে গঞ্জে যারা বসবাস করেন তাঁদের যে ন্যাচারাল হেরিটেজ এবং কালচারাল হেরিটেজ সেগুলিকে তাঁরা কীভাবে ফুটিয়ে তুলতে পারবেন, কীভাবে সেখান থেকে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হতে পারে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তিনি আরও বলেন, চারদিনব্যাপী আমাদের এই উৎসবকে আমরা নানান থিম অনুযায়ী সাজিয়েছি। তার মধ্যে রয়েছে মহিলারা কীভাবে গ্রিন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রয়েছে তার তুলে ধরা। লাল পান্ডা সংরক্ষণের বিষয় সম্পর্কে আলোচনা হবে বলেও তিনি জানান। বয়স্করা কীভাবে ট্রাভেল করবে সে বিষয়েও আলোচনা হবে একদিন। এই পর্যটন উৎসবে যোগ দিয়ে পর্যটকরা ঘুরতে যাওয়ার আগে অনেক কিছু জানতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: গ্রামীণ পর্যটনকে তুলে ধরতে শুরু হল উৎসব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement