Alipurduar News: এগোতে এগোতে বাড়ির পাশে চলে এসেছে নদী, ভাঙন আতঙ্ক চা বাগানে
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
নদী ভাঙন আতঙ্কে কাঁপছে আলিপুরদুয়ারের আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিকরা
আলিপুরদুয়ার: ফাগুডোবা নদীর ভাঙনে ভয়ঙ্কর বিপদে পড়েছে আটিয়াবাড়ি চা বাগান এলাকার বাসিন্দারা। মূলত চা শ্রমিকদের বিপদ চরম আকার ধারণ করেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আটিয়াবাড়ি চা বাগানের ৯ নম্বর লাইন।
এই এলাকায় বৃষ্টি থেমে যাওয়ার পরেও নদী ভাঙন চলছে। এলাকায় বসবাস ১৫০ শ্রমিক পরিবারের।বাড়িঘর হারিয়ে ফেলার আশঙ্কায় দু’চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা। এই ফাগুডোবা নদীতে শুধু আটিয়াবাড়ি নয়, ডিমা, ভাতখাওয়া চা বাগানের জমা জলও নালার মাধ্যমে এসে পড়ে। যার ফলে বৃষ্টি থেমে গেলেও নদীর জল কমতেই চাইছে না। আর তাতেই আর তীব্র আকার ধারণ করেছে ভাঙন আতঙ্ক। আটিয়াবাড়ি চা-বাগানের শ্রমিক সুনীল ওরাঁও জানান, ভাঙনের ফলে আধ বিঘা জমির চা গাছ চলে গিয়েছে। আমাদের বাড়ির কাছে চলে এসেছে নদী। যে কোনও মুহুর্তে ভেঙে পড়বে বাড়ি। হতাশার সুরে তিনি বলেন, তখন পালিয়ে যেতে হবে।আর কী করব!
advertisement
advertisement
এই ভাঙন ঠেকাতে এলাকায় প্রটেকশন ওয়াল চাইছেন বাসিন্দারা। চা বাগান কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অনুরোধ জানিয়েছেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও সাড়া মেলেনি। এই অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না ওই অসহায় চা শ্রমিকরা।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 29, 2023 3:27 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এগোতে এগোতে বাড়ির পাশে চলে এসেছে নদী, ভাঙন আতঙ্ক চা বাগানে






