Siliguri News: জাবরাভিটা এলাকার ২০০ পরিবারকে ছট পুজোর সামগ্রী বিতরণ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ছটব্রতীদের পুজোর সামগ্রিক বিতরণ। শিলিগুড়ি সংলগ্ন জাবরা ভিটা এলাকায় ছট পুজোর সামগ্রিক বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও এই এলাকার ২০০জন পরিবারের ছটব্রতীদের হাতে শাড়ি এবং নারকেল তুলে দেন।
#শিলিগুড়ি : ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ছটব্রতীদের পুজোর সামগ্রিক বিতরণ। শিলিগুড়ি সংলগ্ন জাবরা ভিটা এলাকায় ছট পুজোর সামগ্রিক বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও এই এলাকার ২০০জন পরিবারের ছটব্রতীদের হাতে শাড়ি এবং নারকেল তুলে দেন। ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ২ অঞ্চল সভাপতি ভবেশ রায় এবং বৃহনল্লা ময়না দেবী।
ছট পুজো কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। সূর্যদেব এবং আর তাঁর স্ত্রী ঊষাকে (মতান্তরে ওনার বোন) আরাধনার মাধ্যমে এই পুজো করা হয়ে থাকে। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই পুজোর ব্যাপকতা দেখা যায়। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্য এই পুজো করা হয়ে থাকে। বলা হয় কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে আরও একটি ছট পুজো করা হয়, যাকে বলে চৈতি ছট।
advertisement
আরও পড়ুনঃ পাচারের আগে অবৈধ দুটি ট্রাক্টর আটক নকশালবাড়িতে
ছট পুজোর পেছনে বিভিন্ন পৌরাণিক কাহিনীর প্রচলন আছে। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রীরাম, শ্রীলঙ্কা জয়ের পর দীপাবলির দিন অযোধ্যা ফিরে আসেন। সেইদিন রাজ্যের সকল প্রজারা মিলে রাজ্য জুড়ে ঘি এর প্রদীপ জ্বালিয়েছিল। এরপর রামের রাজ্যাভিষেক হয় এবং রামরাজ্য স্থাপনের উদ্দেশ্যে শ্রীরাম এবং সীতা কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে উপবাস করে ভগবান সূর্যের আরাধনা করেন। আর সপ্তমীর সূর্যোদয়ে আবার সূর্য আরাধনা করে রামরাজ্যের সূচনা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছটপুজোর লাউ ভাত পর্বের জেরে লাউয়ের দাম আকাশ ছোঁয়া!
শহর জুড়ে ছট পুজোর প্রস্তুতি রয়েছে তাই বিভিন্ন জায়গায় ছট পুজোর সামগ্রীর বিতরণ করা হচ্ছে আজ জাবড়া ভিটা এলাকাতে ছট পুজোর সামগ্রী বিতরণ করলেন ডাকলাম পরিবারের লোকসভা নেত্রী সুধা সিংহ চ্যাটার্জি । উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবাশীষ প্রামাণিক এবং অন্যান্য সদস্যরা । তৃণমূল নেতা দেবাশীষ প্রামাণিক বললেন মেয়র গৌতম দেব ২০১১ সাল থেকে ওই এলাকার মানুষের ছট পূজার সামগ্রী প্রদান করে এসেছে প্রতিবছরই তাদের উদ্দেশ্যে ছট পুজোর নানান সামগ্রী প্রদান করা হয় আর আজও সেই পরম্পরা ধরে রেখেছেন ডাবগ্রাম ফুলবাড়ীর ব্লক সভা নেত্রী সুধা সিংহ চ্যাটার্জি। তাতে আমি খুব আনন্দিত।
advertisement
Anirban Roy
view commentsLocation :
First Published :
October 29, 2022 1:54 PM IST