Siliguri News: পাচারের আগে অবৈধ দুটি ট্রাক্টর আটক নকশালবাড়িতে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পাচারের আগে অবৈধ পাথরবোঝাই দুটি ট্রাক্টর আটক করল নকশালবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে নকশালবাড়ির রথখোলা মোড়ে অভিযান চালিয়ে দুটি পাথরবোঝাই ট্রাক্টরকে আটক করে পুলিশ। পুলিশকে দেখতেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালকরা।
#নকশালবাড়ি : পাচারের আগে অবৈধ পাথরবোঝাই দুটি ট্রাক্টর আটক করল নকশালবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে নকশালবাড়ির রথখোলা মোড়ে অভিযান চালিয়ে দুটি পাথরবোঝাই ট্রাক্টরকে আটক করে পুলিশ। পুলিশকে দেখতেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালকরা। পলাতক চালকদের খোঁজে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। প্রসঙ্গত, ক’দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বালি ও পাথর পাচার রোধে কড়া মনোভাব নিয়েছে জেলার পুলিস ও প্রশাসন। এর আগেও সেই কারণে পাথর ও বালি বোঝাই একাধিক লরি আটক হয়েছে।
পুলিশ সূত্রের খবর, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা যাতে না হয়, সেজন্য নজরদারি থাকেই। তারমধ্যে এবার নয়া উপায়ে বলি পাথর পাচারের ঘটনা সামনে এল। পুলিশ ইতিমধ্যেই ট্রাক্টরের নথিপত্র যাচাই করে দেখেছে, আটক হওয়া ট্রাক্টর দুটি সরকারি নিয়মভঙ্গ করে পাথর নিয়ে যাচ্ছিল। পুলিশ এই খবর পেয়ে রথখোলা সংলগ্ন এলাকায় পৌঁছয়।
আরও পড়ুনঃ ছটপুজোর লাউ ভাত পর্বের জেরে লাউয়ের দাম আকাশ ছোঁয়া!
পুলিশের অনুমান, তাদের নজরদারি ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে চুপিসারে এ ধরনের কাণ্ড ঘটাচ্ছিল অসাধু কারবারিরা। পুলিশকে দেখেই হন্ত দন্ত হয়ে ছুটে পালায় ওই অসাধু ব্যক্তিরা। পুলিশ নিশ্চয় বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, সীমান্ত পার্শ্ববর্তী এলাকা হওয়ায় মেছি নদী থেকে মাঝেমধ্যেই বেআইনিভাবে বালি, পাথর তোলার অভিযোগ ওঠে। যার জন্য প্রশাসন নজর রাখে। নদী থেকে বালি, পাথর যাতে আইন মেনে তোলা হয়, সে ব্যাপারে প্রশাসন নজরদারি চালাচ্ছে।
advertisement
advertisement
Anirban Roy
Location :
First Published :
October 28, 2022 7:49 PM IST