Siliguri News: শখের ছাদবাগানে বারোমেসে আম! বছরে তিন বার আম হয় এক গাছেই

Last Updated:

বাপী সাহার ছাদের বাগানে অসময়ে ফলছে আম

+
অসময়ে

অসময়ে ফলছে আম

#শিলিগুড়ি: প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের টানে অনেকেই ছুটে বেড়ান ডুয়ার্সের প্রত্যন্ত এলাকায় অথবা দেশ-বিদেশে । কিন্তু সেই প্রকৃতির সৌন্দর্য রূপ যদি কেউ নিজের বাড়িতে ফুটিয়ে তোলে তাহলে তো কথায় নেই । শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ার বাসিন্দা বাপী সাহা নিজের বাড়ির ছাদে এমনই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ গাছালি লাগিয়ে মস্ত বড় বাগান তৈরি করেছেন। তাঁর ছাদের বাগানে অসময়ে ফলছে আম। তাঁর বাড়ির ছাদের বেশির ভাগ গাছই ফলের গাছ ।
জাপানি প্রজাতির বহুমূল্যের আমের গাছ থেকে শুরু করে, বেদানা, সবেতা, কামরাঙ্গা, কুল, পেয়ারা প্রভৃতি । এগুলোর মধ্যে বেশি সংখ্যক গাছই তিনি আরামবাগ থেকে নিয়ে এসেছেন।
advertisement
বাপী বাবুর ছাদের বাগানে অসময়েই আমগাছে আম ফলে আছে । অদ্ভুত দৃশ্য! সাধারণত আমের মরশুম বর্ষাকালে, তবে এই আমের প্রজাতি বছরে তিন বার ফল দেয় জানালেন বাপী সাহা।
advertisement
বাপী সাহা মূলত ব্যাবসায়ী। শিলিগুড়ি বিধান মার্কেটে নিজস্ব খাবারের হোটেল রয়েছে। একজন ব্যাবসায়ীর পক্ষে সময় বের করে প্রকৃতির পরিচর্যা করা এ এক অন্যতম উদাহরণ । বাপী সাহা জানান অনেক দিনের শখ তাঁর ছাদে গাছের বাগানের। তাই নিজের বাড়ির ছাদেই বিভিন্ন ফল গাছের পরিচর্যা করেন তিনি। তাতে একদিকে যেমন তিনি বিশুদ্ধ অক্সিজেন পান, অপরদিকে গাছের ফলও পান।
advertisement
গাছের ফল তিনি নিজে খান না, মানুষকে খাইয়ে তৃপ্তি পান। পাশাপাশি পরিচর্যার জন্য সব সময় তিনি বাগান বিশেষজ্ঞদের সাহায্য নেন।
পাশাপাশি শহর শিলিগুড়িতে যে ভাবে গাছের সংখ্যা কমছে তাতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। তাই তিনি তাঁর সামর্থ মতো নিজের বাড়ির ছাদেই সবুজকে ফুটিয়ে তুলেছেন। সবুজকে বাঁচিয়ে রাখার জন্য় বাপী বাবুর এই পদক্ষেপ আরও মানুষকে উৎসাহ দেবে বলে বিশ্বাস বাপী সাহার।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শখের ছাদবাগানে বারোমেসে আম! বছরে তিন বার আম হয় এক গাছেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement