Siliguri News: বড্ড জ্বালায় পথ কুকুররা! নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিল শিলিগুড়ি

Last Updated:

পথ কুকুরদের নিয়ন্ত্রণে আনতে নির্বীজীকরণ প্রক্রিয়া শুরু হবে শিলিগুড়িতে

+
পথ

পথ কুকুর

শিলিগুড়ি: রাস্তাঘাটে পথ কুকুরদের উৎপাত ও তাদের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি রোধ করতে শিলিগুড়িতে নির্বীজিকরণ অভিযান শুরু হতে চলেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ এই বিষয়ে বিশেষ শিবির করবে শিলিগুড়ি পুরনিগম। সেখান থেকেই এই নির্বিজীকরণ অভিযান শুরু হবে। এই লক্ষ্যে ইতিমধ্যেই পশুচিকিৎসক ও বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সঙ্গে বৈঠকও করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
পথ কুকুরদের অনয়ন্ত্রিত আচরণের জন্য হামেশাই রাস্তাঘাটে মানুষ বিপদে পড়ে। সেই সঙ্গে তাদের সংখ্যা বেড়ে গেলে অনেক সময়ই এলাকায় আতঙ্ক ছড়ায়। তাছাড়া পথ কুকুরদের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধির কারণে তারা নিজেরাও যথেষ্ট বিপদে পড়ে। এই সব কিছু কারণ মাথায় রেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা জায়গাতেই নির্বীজকরণ অভিযান হয়। এবার সেই দলেই নাম লেখাতে চলেছে শিলিগুড়ি পুরনিগম।
advertisement
পশু চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে আয়োজিত বৈঠকে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ শিলিগুড়ির মেয়র পারিষদরা। দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির রাস্তাঘাটে পথে কুকুরদের উৎপাত চলছে। ক্রমশই তাদের সংখ্যা বেড়ে চলেছে। তাদের দ্বারা আক্রান্ত‌ও হয়েছেন অনেকে। রাতে গাড়ির পেছন পেছন পথ কুকুদের ছুটে যাওয়ার ঘটনায় অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই সমস্ত দিক বিচার করে পথ কুকুরদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা গ্রহন করেছে পুরনিগম। তবে এই কাজে যাতে পশুপ্রেমী সংগঠনগুলি কোনও বাধা সৃষ্টি করতে না পারে তাই তাদের সঙ্গে নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। তাই তাদের সঙ্গে আগাম বৈঠকে বসেন মেয়র সহ পুরনিগমের অন্যান্য কর্মকর্তারা।
advertisement
advertisement
ওই বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের সামনে পুরনিগমের সেন্টার ও দাগাপুরের কাছে স্বেচ্ছাসেবী সংস্থার একটি সেন্টার রয়েছে। এই দুটি সেন্টারে ২৯ ও ৩০ তারিখ এই দু'দিন দুটো করে মোট চারটে শিবির করে পথ কুকুরদের নির্বীজকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে বোরো ভিত্তিক এই ধরনের শিবির আয়োজিত হবে। চার মাস ধরে এই কর্মসূচি চলবে বলে মেয়র জানান। শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে প্রায় ২৫ হাজার পথ কুকুর আছে। এই সময়ের মধ্যে সমস্ত কুকুরের নির্বীজকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা এক প্রকার অসম্ভব। তবে যত বেশি সংখ্যক কুকুরের নির্বীজীকরণ করা যায় সেটা দেখা হবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়র গৌতম দেব আর‌ও জানান, এই অভিযানে পথ কুকুরদের কিছু ভ্যাকসিনও দেওয়া হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বড্ড জ্বালায় পথ কুকুররা! নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিল শিলিগুড়ি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement