Siliguri News: শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করতে 'গোড়ায়' আঘাতের ভাবনা
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্লাস্টিক মুক্ত শিলিগুড়ির লক্ষ্যে শহরের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। যাতে অল্প মাইক্রোনের পাতলা প্লাস্টিক শহরে প্রবেশ করতে না পারে।
শিলিগুড়ি: প্লাস্টিক মুক্ত শিলিগুড়ির জন্য আরও কঠোর পথে হাঁটার চিন্তাভাবনা পুরনিগমের। বাম-ডান দুই জমানাতেই শহরকে প্লাস্টিকমুক্ত করার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতে বিশেষ একটা লাভ হয়নি। তাই এবার গোড়ায় আঘাত হানতে চাইছে পুর কর্তৃপক্ষ।
প্লাস্টিক মুক্ত শিলিগুড়ির লক্ষ্যে শহরের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। যাতে অল্প মাইক্রোনের পাতলা প্লাস্টিক শহরে প্রবেশ করতে না পারে। এই ধরনের পাতলা প্লাস্টিক সাধারণত সবজি-মাছ বাজারে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স থাকলেও চালানোর টাকা নেই সরকারি হাসপাতালের! সাইকেল ভ্যানই ভরসা মুমূর্ষু রোগীর
advertisement
advertisement
এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জাল বিভাগের এমআইসি মানিক দে, এমআইসি শিক্তা দে বসু রায়, চার নম্বর বোরোর চেয়ারম্যান জয়ন্ত সাহা, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শহরের ডিআই ফান্ড মার্কেট ও মহাবীরস্থানের বিভিন্ন বাজার ঘোরেন। তাঁরা প্লাস্টিক ব্যবহার না করার জন্য বাজারের ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করেন। লাগাতার এমন কর্মসূচি চলবে বলে জানান মেয়র গৌতম দেব।
advertisement
মেয়র বলেন, এর আগেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এবার ব্যাবসায়ীদের প্রথমে আবেদন, পরবর্তীতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। পাশাপাশি বেআইনি প্লাস্টিকের মূল উৎসের উপর আঘাত হানতে চান বলেও জানান মেয়র। শহরে প্রবেশ বন্ধের উপর বিশেষ নজর দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। এদিকে শিলিগুড়ির ব্যবসায়ীরা মেয়রের এই ভাবনার প্রশংসা করলেও তাঁরা বিকল্প পথের সন্ধান চেয়েছেন।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 3:26 PM IST